ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেল পিয়েরোর চোখে ডি ব্রুইনে

প্রকাশিত: ০৯:১৪, ৫ এপ্রিল ২০২০

 দেল পিয়েরোর চোখে ডি ব্রুইনে

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই মুহূর্তেও বিশ্বসেরা ফুটবলার তারা। তবে তাদের সঙ্গে অনেক সময় নেইমার, কিলিয়ান এমবাপেকেও তুলনা করেন কেউ কেউ। তবে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর চোখে আরও একজন বিশ্বসেরা ফুটবলার রয়েছেন। হ্যাঁ, তিনি ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। এ প্রসঙ্গে জুভেন্টাসের সাবেক এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘মেসি, রোনাল্ডো এবং নেইমার তিনজনই দুর্দান্ত খেলোয়াড়। আমার মতে তাদের মতো বিশ্বসেরা ডি ব্রুইনেও। আপনি দেখবেন মেসিদের মতো ওর খেলাও কত নিখুঁত। আপনাকে অবশ্যই ডি ব্রুইনেকে সেরাদের কাতারে ঠাঁই দিতে হবে।’ বিশ্বব্যাপী এই মুহূর্তে তা-ব চলছে করোনাভাইরাসের। যে কারণে আপাতত স্থগিত আছে ইংলিশ প্রিমিয়ারসহ বিশ্বের সব লীগ। তার আগ পর্যন্ত ২০১৯-২০ মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন ডি ব্রুইনে। ম্যানচেস্টার সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৫ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮ গোল। গত মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন বেলজিয়ামের এই তারকা মিডফিল্ডার। সিটিজেনদের ডাবলস জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন ডি তিনি। দুর্দান্ত পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ ইংলিশ ফুটবলে মৌসুমের সেরা তিন ফুটবলারের একজন নির্বাচিত হয়েছেন সিটি তারকা।
×