ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেট এলে ভেঙ্গে যায় হাট, চলে গেলে জমে

প্রকাশিত: ০৮:১৭, ৫ এপ্রিল ২০২০

  ম্যাজিস্ট্রেট এলে ভেঙ্গে যায় হাট, চলে গেলে  জমে

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৪ এপ্রিল ॥ কাঁচা শাক সবজি, হাঁস মুরগি, বাঁশের তৈরি টুরকি, গরু ছাগল, ফুটপাথে গ্রাম্য কবিরাজদের আয়োজনসহ একটি গ্রামীণ হাটের জমজমাট সব আয়োজনই ছিল। লোকজনের উপস্থিতি ছিল সহস্রাধিক। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে মালামাল রেখে সবাই পালিয়ে যায়। কেউ ঝোপের মধ্যে, কেউ বিলের মধ্যে আবার কেউ মসজিদের সামনে সবাই প্রশাসন থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিল যেন চলে গেলে আবার বাজারে এসে বেচাকেনা করতে পারে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার খবির মিয়া বাজারের দৃশ্য এটি। এটি শুধু একটি বাজার নয়, উপজেলার ওচখালী বাজার, মোহাম্মদপুর বাজার , সাগরিয়া বাজার, খাসেরহাট বাজারসহ বিভিন্ন বাজারে । গত এক সপ্তাহ ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম জরিমানা করে, মাইকিং করে বলে ও নিশ্চিত করতে পারছেনা তাদের সামাজিক দূরত্ব। সবাই বিভিন্ন অজুহাতে জমায়েত হচ্ছে গ্রামের এসব হাটে। পৌরসভার ওচখালী বাজারের নির্ধারিত হাটের দিনেও দুপরের পর থেকে লোকজন বাজারে জমায়েত হতে থাকে। সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের নিয়ে হাটে হাজির হন। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে বাজারে থাকা প্রায় ৫ শতাধিক লোক পালিয়ে গেলে ও কয়েকজনকে ম্যাজিস্ট্রেট আটক করে একঘণ্টা পর ছেড়ে দেয়। আটক কেউ বাজারে আসার জরুরী কোন কাজের বর্ণনা দিতে পারেনি বলে ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম জানান। এছাড়া গত কয়েকদিন বিভিন্ন বাজারে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে জরুরী প্রয়োজন ছাড়া ঞরের বাইরে আসার জন্য নিষেধ করা হয়। এখনও পর্যন্ত হাতিয়াতে করোনা সংক্রমন আক্রান্ত কোন রোগী পাওয়া না গেলেও সরকারী ছুটি পেয়ে ঢাকা থেকে অনেক লোকের উপস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে সর্বত্রই।
×