ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৫ গুণ বেশি ভাড়ায় যাতায়াত

প্রকাশিত: ০৮:১৬, ৫ এপ্রিল ২০২০

  নারায়ণগঞ্জে ৫ গুণ  বেশি ভাড়ায় যাতায়াত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল, সাইনবোর্ড ও সোনারগাঁয়ের কাঁচপুর থেকে চার থেকে পাঁচ গুণ বেশি ভাড়া দিয়ে পিকআপ ভ্যান, সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকার ও হোন্ডাযোগে লোকজন নির্ধারিত গন্তব্যে যাচ্ছে। এখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। নেই অনেক যাত্রীর মুখে মাস্ক। নেই কোন করোনা থেকে রক্ষা পেতে কোন সুরক্ষার ব্যবস্থা। শনিবার দুপুরে শিমরাইল মোড়ে দেড় ঘণ্টা অবস্থান করে লোকজনকে সামাজিক দূরত্ব না মেনেই এ সব পরিবহন দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। তবে এ সকল যাত্রীদের কাছ থেকে চার থেকে পাঁচ গুণ বেশি ভাড়া আদায় করতে দেখা গেছে। স্থানীয় লোকজন ও যাত্রীরা জানায়, শিমরাইল মোড় থেকে রাজধানী ঢাকায় হোন্ডা যোগে ১শ’ টাকায় ও সিএনজি যোগে ৮০-১০০ টাকায় সামাজিক দূরত্ব না মেনেই যাত্রীরা যাতায়াত করছে। অথচ সরকার করোনাভাইরাস থেকে রেহাই পেতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে। লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। অথচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিকআপ ভ্যান, সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকার ও হোন্ডায় কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অপরদিকে একই বাসস্ট্যান্ড থেকে কুমিল্লার দাউদকান্দি ও গৌরীপুর ২শ’ টাকায় যাতায়াত করছে লোকজন।
×