ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় চাল চুরির অভিযোগে চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৬, ৫ এপ্রিল ২০২০

 পাথরঘাটায় চাল চুরির অভিযোগে চেয়ারম্যান গ্রেফতার

সংবাদদাতা, পাথরঘাটা, ৪ এপ্রিল ॥ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের বিষয়ে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে শনিবার দুপুর ১২টার দিকে কাকচিড়া ইউনিয়ন পরিষদ থেকে বরগুনা ডিবি আটক করেছে। এ সময় নৌবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন সত্যতা স্বীকার করেছেন। এর আগে শুক্রবার জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের ভিত্তিতে সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পায় পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। তদন্তে আসা পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু চাল বিতরণ ব্যাপকভাবে অনিয়ম করেছে। তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছে। বাকি সাড়ে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোন সঠিক প্রমাণ দিতে পারেনি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, পাচারের উদ্দেশ্যে রাখা ১৮ বস্তা সরকারী চালসহ লিটন মুন্সী নামের এক দোকানিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন অভিযান চালিয়ে উপজেলার তাফালবাড়ি বাজারের একটি দোকান থেকে ওই সরকারী চাল উদ্ধার করেন। জানা গেছে, মাসের শেষের দিকে ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা মূল্যে চাল বিক্রি না করে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল তাফালবাড়ি বাজারের লিটনের দোকানে মজুদ রাখে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে ওই সরকারী চালসহ ব্যবসায়ী লিটন মুন্সীকে আটক করি। আটক লিটন মুন্সী উপজেলার রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে। শরণখোলা থানার ওসি আব্দুল্লাহ আবু সাইদ বলেন, সরকারী চাল জব্দ ও একজন আটকের ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত ডিলার তারিকুল ইসলাম তারেককে গ্রেফতারের চেষ্টা চলছে। ডিলার তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।
×