ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:১৬, ৫ এপ্রিল ২০২০

 আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় যুবককে  কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুবক্কর সিদ্দিক(২৬) নামে এক যুবক নিহত হয়েছে। তাকে ছুরিসহ ধারল অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ঘটনায় মনিরুজ্জামান (৩৫), বাদল (৩০) ও সাগর (২৫) নামে ৩ জন আহত হয়। আহতের মধ্যে মনিরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বেলা ১১টার উপজেলার মাথাইল চাপড় পশ্চিম পাড়ায় বাদল নামে এক যুবক প্রতিপক্ষের হামালায় আহত হয়। পরে তাকে উদ্ধার করতে এসে আরও ৩ জন হামলার শিকার হন বলে স্থানীয় সূত্র জানায়। হামলাকারীরা ছুরিসহ অন্য ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে ২ জনকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আবুবক্কর সিদ্দিক মারা যান। মনিরুজ্জামন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাজাহনপুর থানার ওসি জানিয়েছেন, আবুবক্কর সিদ্দিককে তার বাড়ির নিকট কোপানো হয়। তিনি জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক ও সাবেক ইউপি সদস্য স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, কসবায় দু’দলের সংঘর্ষে তানভীর (২২) নামের এক মাটি কাটার শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সলিম মিয়ার ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, দুপুরে বাহাদুরপুর গ্রামে জমিতে মাটি কাটা নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। আহত তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শনিবার ভোরে জেলার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে মোস্তফা কামাল নামে এক সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। পরে ভোরে গ্রামের একটি সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাগুরায় যুবক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রাম থেকে গলাকাটা মাটি চাপা দেয়া পিকুল বিশ্বাস (৩৫) নামে এক যুবকের লাশ শুক্রবার রাতে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ এই ঘটনায় মোশারফ হোসেন ও রাজিয়া সুলতানা নামে দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার চরচৌগাছী গ্রামে। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের যুবক পিকুল বিশ্বাস গত ৩ মার্চ ২০২০ থেকে নিখোঁজ ছিলেন। তার মোবাইলের ফোন কললিস্ট চেক করে পুলিশ চরচৌগাছী গ্রামের মোশারফ হোসেন ও রাজিয়া সুলতানা নামে দু’জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোশারফ হোসেনের নলকূপের পাশ থেকে মাটিচাপা দেয়া পিকুল বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানার সঙ্গে পিকুলের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি মোশারফ হোসেন জানতে পেরে দেশে ফিরে তার স্ত্রীর মাধ্যমে পিকুলকে ৩ মার্চ বাড়িতে ডেকে দুধের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে গলাকেটে হত্যা করে পিকুল বিশ্বাসের লাশ বাড়ির নলকূপের কাছে পুঁতে রাখে। সৈয়দপুরে শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নুপুর আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দপুর উপজেলার শহরের রসুলপুর এলাকায় রেলওয়ে কোয়ার্টার থেকে মরদেহ উদ্ধার করা হয়। নুপুর রেলওয়ে কর্মচারী নুর মোহাম্মদের একমাত্র মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, শুক্রবার রাতেরদিকে নুপুরকে শোয়ার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে বাবা-মা। তারা দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেয়। জয়পুরহাটে নারী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, প্রতিমা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামে একটি বাঁশ ঝাড় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান ঘটনার বিষয়টি গ্রামবাসীর বরাত দিয়ে জানান, প্রতিমা শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরে না শনিবার সকালে গ্রামের লোকজন বাড়ির নিকটবর্তী বাঁশ ঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পূর্বশত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত প্রতিমা রানী সদর উপজেলার রাঘবপুর গ্রামের মতিন সিং এর মেয়ে।
×