ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাজিপুর হটলাইন চালু

প্রকাশিত: ০৮:১৫, ৫ এপ্রিল ২০২০

 কাজিপুর হটলাইন চালু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ করোনা রোগের চিকিৎসা প্রদানে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়েও হটলাইন চালু করা হয়েছে। কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সার্বক্ষণিক পাঁচ চিকিৎসকের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ১০ জন করে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঠান্ডা সর্দি কাশি কিংবা জ্ব¡র অনুমিত হলে হটলাইনের নাম্বারে ফোন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঠান্ডা, সর্দি কাশি বা জ্বরের রোগী উপজেলার যে কোন ইউনিয়নেই হোক তা সরাসরি চিকিৎসক ফোনে কথা বলবে, প্রয়োজনে রোগীর বাড়িতে যাবে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি তার নির্বাচনী এলাকা কাজিপুরের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
×