ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় ৩ দিনে প্রস্তুত হলো আইসোলেশন সেন্টার

প্রকাশিত: ০৮:১৪, ৫ এপ্রিল ২০২০

  গাইবান্ধায় ৩ দিনে  প্রস্তুত হলো  আইসোলেশন  সেন্টার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ এপ্রিল ॥ করোনাভাইরাস সংক্রামিতদের জরুরী ভিত্তিতে চিকিৎসা সহায়তায় গাইবান্ধা জেলার ধানঘরার আনসার ও ভিডিপি প্রশিক্ষণ সেন্টারে মাত্র তিন দিনে ১শ’ শয্যার মানসম্পন্ন একটি অস্থায়ী আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে। আইসোলেশন সেন্টারটি প্রস্তুত করে স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশন। এ বিষয়ে সংস্থাটির পাবলিক রিলেশন সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম জানান, অতি স্বল্প সময়ে প্রস্তুতকৃত এই আইসোলেশন সেন্টারে রোগী এবং ডাক্তারের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা, অনুকূল পরিবেশ বজায়সহ যাবতীয় ব্যবস্থাপনা করবে এসকেএস ফাউন্ডেশন। অন্যদিকে ওষুধ এবং চিকিৎসক সহায়তা দেবে জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সার্বক্ষণিক তদারকিতে থাকবে জেলা প্রশাসন ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি।
×