ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় মৃতদের জন্য চীনে ৩ মিনিটের শোক

প্রকাশিত: ০৮:০৪, ৫ এপ্রিল ২০২০

 করোনায় মৃতদের জন্য চীনে ৩  মিনিটের শোক

করোনা সংক্রমণে চীন মৃত নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করেছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চীনে ৩ হাজার ৩০০ জনের মানুষের মৃত্যু হয়েছে। তাদের প্রতি শোক প্রকাশ করতে শনিবার শোক দিবস পালন করা হয়। শোক প্রকাশের জন্য দেশটির নাগরিকরা তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এতে পুরো চীন স্থবির হয়ে পড়ে। চীনের স্থানীয় সময় সকাল দশটায় মৃতদের সম্মান জানাতে তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন এতে কার, ট্রেন ও জাহাজগুলো তাদের হর্ন বাজায়, এয়ার রেইড সাইরেন বাজানো হয় এবং পতাকা অর্ধনমিত রাখা হয়। -ইন্টারনেট
×