ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা বিয়ার বানানো বন্ধ

প্রকাশিত: ০৮:০৪, ৫ এপ্রিল ২০২০

 করোনা বিয়ার বানানো বন্ধ

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কোম্পানি বিয়ার উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে দেশটি বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে। তার দেশটির আওতায় গ্রুপো মডেলো কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ‘অপ্রয়োজনীয়’ তালিকায় পড়েছে। এ কারণে কোম্পানিটি তাদের করোনা বিয়ারের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার গ্রুপো মডেলো বলেছে, তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড সরকার নির্ধারিত ‘অপ্রয়োজনীয়’ তালিকায় পড়ায় তারা করোনা বিয়ার ও অন্যান্য ব্র্যান্ডের উৎপাদন আপাতত বন্ধ রাখছে। খবর ওয়েবসাইটের মেক্সিকোর এ বিয়ার উৎপাদক কোম্পানির পণ্য বিশ্বের ১৮০টি দেশে রফতানি হয়। মেক্সিকোতে গ্রুপ মডেলোর ১১টি বিয়ার উৎপাদন কারখানা আছে। কোম্পানিটি বলেছে, রবিবার থেকে তাদের উৎপাদন স্থগিত থাকবে। উৎপাদন এমনভাবে নামিয়ে আনা হচ্ছে, যেন বিধিনিষেধ ওঠার সঙ্গে সঙ্গে ফের বিয়ার বানানো শুরু করা যায়, বিবৃতিতে এমনটাই জানিয়েছে তারা। তারা বলছে কেন্দ্রীয় সরকার যদি বিয়ারকে কৃষি-শিল্পজাত পণ্য হিসেবে বিবেচনা করে তাহলে গ্রুপ মডেলোর ৭৫ শতাংশ কর্মী বাড়িতে বসে কাজ করেই বিয়ারের সরবরাহ নিশ্চিত রাখতে পারবে। করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশিরভাগ দেশে লকডাউন চললেও কৃষি খাত ও খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে ‘প্রয়োজনীয় কার্যক্রম’ বিবেচনা করে চালু রাখা হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
×