ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এপ্রিলেই গোলাপি চাঁদ

প্রকাশিত: ০৮:০৩, ৫ এপ্রিল ২০২০

 এপ্রিলেই গোলাপি চাঁদ

এই মাসের সুপার পিঙ্ক মুন আমাদের গ্রহ থেকে ৩৫৬,৯০৭ কিলোমিটার দূরে থাকছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার। চলতি বছরের আগামী সুপার মুন দেখা যাবে ৮ এপ্রিল। চাঁদ দেখতে যারা ভালবাসেন, তাদের জন্য এই সুপার মুন একটু বিশেষ। চলতি বছরের উজ্জ্বলতম এবং বৃহত্তম পূর্ণিমা হতে চলেছে এইটি। এপ্রিলের এই সুপার মুনকে ডাকা হচ্ছে গোলাপি চাঁদ নামে। তবে, সকাল বেলা হওয়ায় ভারতের মানুষ এই ঘটনাটি দেখতে পাবেন না। তবে অনুষ্ঠানটি সরাসরি অনলাইনে দেখা যাবে। -বিবিসি
×