ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে ক্লাসের সুযোগ পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ॥ ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৮:০০, ৫ এপ্রিল ২০২০

 অনলাইনে ক্লাসের সুযোগ পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ॥ ক্যাম্পাস সংবাদ

করোনা পরিস্থিতিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধের এই সময়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে ক্লাসের সুযোগ থাকলেও ব্যবস্থা নেই উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের। তবে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে কলেজ প্রশাসন। দেশে এটিই প্রথম কোন শিক্ষাপ্রতিষ্ঠান যেটি অনলাইনে উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করল। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ কর্তৃপক্ষ বন্ধকালীন উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রদের অনলাইনে ক্লাস পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। ১ এপ্রিল বিকেল ৩টায় ঢাকা কলেজের ফেসবুক পেজে এই কার্যক্রম শুরু হয়। এদিকে কলেজ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মোঃ রাকিবুল ইসলাম নামের এক শিক্ষার্থী কমেন্টে নিখেছেন, ‘ভাল উদ্যোগ স্যার।’ অরিত শরীফ নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘আইসিটি ক্লাস দিয়েন সেকেন্ড ইয়ারের জন্য।’ ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীম আরা বেগম লিখেছেন, ‘এটা খুব ভাল এবং সময়োপযোগী সিদ্ধান্ত। এমন উদ্যোগ নেয়ার জন্য অধ্যক্ষকে অভিনন্দন।’ অনলাইনে ক্লাসের বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘এটি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করছে। আমরা চিন্তা করলাম যদি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করি তাহলে অন্তত শিক্ষার্থীরা উপকৃত হবে। পরে কয়েক শিক্ষকের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই। অনলাইনে শিক্ষার্থীরা প্রতিদিন দুটো ক্লাস করার সুযোগ পাবে। ক্লাসগুলো ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউবে পাওয়া যাবে।’ অধ্যক্ষ আরও বলেন, ‘যেহেতু করোনার প্রভাবে সারাদেশে চলাচল সীমিত করা হয়েছে তাই যে সকল শিক্ষক ঢাকা কলেজের শিক্ষকদের আবাসিক ভবনে থাকেন বা ঢাকা কলেজের আশপাশের বাসায় থাকেন তারাই এই ক্লাসগুলো নেবেন।’ অনলাইনে ক্লাসের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে জানিয়ে অধ্যক্ষ আরও বলেন, দেশের যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা আছে তারা যদি অনলাইনে তাদের শিক্ষার্থীদের জন্য ক্লাসের ব্যবস্থা করেন তাহলে শিক্ষার্থীদের উপকারে আসবে। ক্যাম্পাস প্রতিবেদক
×