ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেও বাল্যবিয়ের চেষ্টা, জরিমানা

প্রকাশিত: ১২:৩৪, ৪ এপ্রিল ২০২০

করোনার মধ্যেও বাল্যবিয়ের চেষ্টা, জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করায় বাবাকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের কড়ারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করেন গ্রামের আব্দুল আজিজ শেখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান খবর পেয়ে বিয়েবাড়ি গিয়ে উপস্থিত হন। টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতটির বিচারক জনাব খান জানান, করোনার মধ্যেও লোকজনের সমাগম করার ঘটনা দুঃখজনক। পরে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কন্যাকে বিয়ে দেবেন না বলেও মুচলেকা নেয়া হয়।
×