ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬ এপ্রিল থেকে কয়েক রুটে যাত্রী পরিবহন শুরু করছে এমিরেটস

প্রকাশিত: ১২:২৬, ৪ এপ্রিল ২০২০

৬ এপ্রিল থেকে কয়েক  রুটে যাত্রী পরিবহন  শুরু করছে  এমিরেটস

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে স্থগিত করার পর বিশেষ কিছু ফ্লাইটে যাত্রী পরিবহনের অনুমতি পেয়েছে এমিরেটস। ৬ এপ্রিল থেকে প্রথম ফ্লাইট দুবাই থেকে লন্ডন হিথ্রো, ফ্রাঙ্কফুট, প্যারিস, ব্রাসেলস ও জুরিখে যাত্রী পরিবহন করবে। লন্ডন হিথ্রোতে সপ্তাহে চারটি এবং অন্যান্য গন্তব্যে তিনটি করে ফ্লাইট পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নং টার্মিনাল থেকে এই ফ্লাইটগুলো শুধু বহির্গামী যাত্রী পরিবহন করবে। তবে এসব দেশের আরোপিত নিষেধাজ্ঞা-শর্তাবলী পূরণ করতে পারবেন কেবল এমন যাত্রীরাই এই ফ্লাইটগুলোয় ভ্রমণ করার সুযোগ পাবেন। এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানান, এমিরেটস শীঘ্রই পুরোদমে ফ্লাইট শুরুর আশা করছে। ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলেই এটা সম্ভব হবে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছি।’ -বিজ্ঞপ্তি
×