ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৪ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে

প্রকাশিত: ০৯:৫৩, ৪ এপ্রিল ২০২০

  ১৪ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে আরও পাঁচ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬১ জনে। নতুন করে মৃত্যুর ঘটনা নেই। করোনায় মৃতের সংখ্যা আগের ৬ জনই রয়ে গেছে। করোনা সন্দেহে বর্তমানে আইসোলেশনে রয়েছে ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ১৪টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে। শুক্রবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলেন যুক্ত হয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, অধিদফতরের পরিচালক (এমআইএস) ডাঃ হাবিবুর রহমান, আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ডাঃ আবুল কালাম আজাদ বলেন, নানা দিক বিবেচনা করে দেশে করোনার নমুনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১২৬টি করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বাকি ৩৮৭টি করেছে অন্যান্য প্রতিষ্ঠান। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। পর্যবেক্ষণ থাকা ২৯ জনের মধ্যে হাসপাতাল আছেন ২২ জন এবং নিজ বাড়িতে আছেন ৭ জন। তারা সবাই আমাদের পর্যবেক্ষণে আছে। মহাপরিচালক আরও জানান, হোম কোয়ারেন্টাইনে এখন পর্যন্ত নেয়া হয়েছে ৬৪ হাজার ২৩৬ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২৪৮ জনকে। মোট ৬৪ হাজার ৪৮৪ জন কোয়ারেন্টাইনে আছেন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৪৭ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫ জনকে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১৪ জনকে, ছেড়ে দেয়া হয়েছে ১০ জনকে। আইসোলেশন বর্তমানে আছেন ৮২ জন। দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনায় মহাপরিচালক বলেন, ৭১ হাজার টেস্টিং কিট এখনও মজুদ আছে। প্রতিদিন নমুনা সংগ্রহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতিদিন স্বাভাবিকভাবেই ২ হাজার ৫০০ মানুষ মারা যায়। করোনার কারণে আমাদের মৃত্যু ৩? হাজার বা ৪ হাজারে বৃদ্ধি পায়নি। করোনা শনাক্ত না হওয়া মৃত রোগীদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়ার কথা জানিয়ে মহাপরিচালক বলেন, নমুনা পরীক্ষায় নেগেটিভ এলে কোন মৃত ব্যক্তির লাশ স্বজনদের হাতে তুলে দেয়া উচিত। আর অন্য স্বাভাবিক কারণে মৃত ব্যক্তিদের মতোই তার দাফন বা সৎকার করা যায়। এ নিয়ে মৃত ব্যক্তির লাশ নিয়ে অন্য কোন কিছু চিন্তা করার সুযোগ নেই। করোনা প্রতিরোধে দেশবাসীকে কোয়ারেন্টাইন বিধিমালা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে মহপরিচালক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যক্তি পর্যায়ে সতর্ক থাকলে করোনা বিস্তার রোধ করা সম্ভব হবে। করোনার নমুনা পরীক্ষা করানোর জন্য সন্দেহজনক রোগীদের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার পরীক্ষা-নিরীক্ষার জন্য কিটের সঙ্কট নেই। রাজধানীসহ সারাদেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীদের স্বপ্রণোদিত হয়ে বেশি বেশি করে নমুনা পরীক্ষা করতে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী। প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের না হতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি। মিডিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা ভাল কাজ করছেন। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি। দেশের আনাচে কানাচে কীভাবে চিকিৎসা হচ্ছে। কীভাবে মানুষ ঘরের বাইরে ঘোরাফেরা করছে। কিন্তু দুঃখের বিষয় আবার বিভিন্ন গণমাধ্যমে অনেক রকমের ভুয়া নিউজ দেয়া হচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, যারা এই কাজটি করছেন তারা ঠিক করছেন না। এদেশের মানুষকে বিভ্রান্ত করছেন। আমাদের কাজ ব্যাহত করছেন। এই বিষয়টি আমরা মেনে নিতে পারি না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।
×