ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে পাঁচ শ’ লোকের মাঝে প্রাণ-আরএফএলের খাদ্য বিতরণ

প্রকাশিত: ০৯:০৬, ৪ এপ্রিল ২০২০

  শায়েস্তাগঞ্জে পাঁচ শ’ লোকের মাঝে  প্রাণ-আরএফএলের খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ এপ্রিল ॥ করোনাভাইরাস পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ৫০০ অসহায় কর্মহীন মানুষের খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ২ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মোঃ মঞ্জুরুল হক, সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া। উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদ উজ্জামান মাসুক, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম, উপ-ব্যবস্থাপক (ইএইচএস) বিকাশ কুমার কর্মকার প্রমুখ। প্রধান অতিথি এ্যাডভোকেট আবু জাহির এমপি বলেন, দেশের যে কোন দুর্যোগকালীন প্রাণ-আরএফএল গ্রুপের এ উদ্যোগ প্রশংসনীয়। কারোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।
×