ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রক্তে কেনা বাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৯, ৪ এপ্রিল ২০২০

রক্তে কেনা বাংলাদেশ

রক্তে কেনা- বাংলাদেশ, গ্রহ-তারা জ্বলছে বেশ- কী মনোরম পরিবেশ! বাংলার মাথায় বীরের তাজ, চারপাশে সুর; ছন্দ-সাজ- ফুল-কলিরা ফুটছে আজ। মায়ের কোলে আলোর গান, ভোরের পাখি গাইছে গান- নদ-নদীতে কলতান। মুক্ত হাওয়ার কলরব, ইচ্ছে ডানায় উড়ছে সব- বীর বাঙালির জয়োৎসব।
×