ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে ইরান কঠোরতম জবাব দেবে: সেনাপ্রধান

প্রকাশিত: ২৩:১০, ৩ এপ্রিল ২০২০

দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে ইরান কঠোরতম জবাব দেবে: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক ॥ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকার মাধ্যমের তার দেশের নিরাপত্তা কোনভাবে ঝুঁকির মুখে পড়লে কঠোর প্রতিক্রিয়া দেখাবে তেহরান। জেনারেল বাকেরি বলেন, আমেরিকা যদি সামান্যতম কোনো পদক্ষেপ নেই যার কারণে ইরানের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে তাহলে ইরানের পক্ষ থেকে ভয়াবহ প্রতিক্রিয়া দেখানো হবে। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক তৎপরতার প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান এসব কথা বললেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা। ইরানের সেনা প্রধান বলেন, “গত কয়েকদিন ধরে ইরাক এবং পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন সেনাবাহিনীর তৎপরতা বেড়ে গেছে। গণমাধ্যমের খবর ও মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকেও এ ধরনের তৎপরতার আভাস মিলছে। তবে মার্কিন বাহিনীর সমস্ত তৎপরতা আমরা পর্যবেক্ষণ করছি।” এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরাকে মোতায়েন মার্কিন সেনা এবং সামরিক স্থাপনা ওপর হামলার পরিকল্পনা করছে ইরান। যদি এ কাজ করে তাহলে তাদেরকে খুবই চড়া মূল্য দিতে হবে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান কখনো কোন যুদ্ধের সূচনা করে নি এবং ভবিষ্যতেও করবে না তবে ইরানের ওপর কোনো রকমের হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে।
×