ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে ঋণ পাবেন পোশাক মালিকরা

প্রকাশিত: ০৯:১৯, ৩ এপ্রিল ২০২০

  ২ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে ঋণ পাবেন পোশাক মালিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রফতানি খাতের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তহবিল হতে বিনা সুদে বিভিন্ন ব্যাংকের চাহিদা মোতাবেক অর্থ প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত মালিকরা শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য ২ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে এই প্যাকেজ থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার প্রণোদনা প্যাকেজের গাইডলাইন প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রফতানি খাতের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ হাজার কোটি টাকা প্রণোদনা তহবিল হতে বিনা সুদে বিভিন্ন ব্যাংকের চাহিদা মোতাবেক অর্থ প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত মালিকরা ২ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে এই প্যাকেজ থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সঙ্কট চলাকালীন (এপ্রিল, মে ও জুন) তিন মাসের শ্রমিকদের বেতন-ভাতা এ তহবিল থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে হবে। এতে আরও বলা হয়, উৎপাদিত পণ্যের অন্তত ৮০ শতাংশ রফতানি হয় এসব প্রতিষ্ঠান এ তহবিল থেকে অর্থ নেয়ার যোগ্য হবে। দেশের সরকারী- বেসরকারী ব্যাংকগুলোর কাছে ক্ষতিগ্রস্ত রফতানিকারকরা এই তহবিল থেকে ঋণের জন্য আবেদন করবেন। তার পরিপ্রেক্ষিতে শিল্প মালিকদের নামে ঋণ হিসেবে তহবিল থেকে অর্থ দেয়া হবে। এই ঋণ নেয়ার পর প্রথম ছয় মাস কিস্তি দিতে হবে না, যা গ্রেস পিরিয়ড নামে পরিচিত। ঋণ নেয়ার দুই বছরের মধ্যে ২ শতাংশ সার্ভিস চার্জসহ ১৮টি কিস্তির মাধ্যমে তা পরিশোধ করতে হবে। এতে সরকার কোন ধরনের সুদ নেবে না। তবে কিস্তি যথাসময়ে পরিশোধে ব্যর্থ হলে ঋণগ্রহীতা খেলাপী হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে বকেয়া কিস্তির ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত সুদ গুনতে হবে। প্রসঙ্গত, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ঘোষণা দেন।
×