ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফটোসেশনের পর চট্টগ্রামের রাস্তা থেকে উধাও ট্রাফিক পুলিশ

প্রকাশিত: ০৯:১৯, ৩ এপ্রিল ২০২০

   ফটোসেশনের পর  চট্টগ্রামের রাস্তা  থেকে উধাও  ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ফটোসেশনের পর ট্রাফিক পুলিশের অভিযান বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) মোঃ শহীদুল্লাহর নেতৃত্বে করোনা সতর্কতায় গাড়ি চলাচল বন্ধে অভিযান পরিচালিত হয় জিইসি মোড়ে। আর বিকেল ৩টায় দেখা গেছে উল্টোচিত্র, পুলিশের চেকপোস্ট রয়েছে ঠিকই, পুলিশ নেই। ওই এলাকায় অবস্থানরতরা বলছেন, মোটরসাইকেলের বহর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে গাড়ি চলাচল বন্ধ করে মামলাও করা হয়েছে। কিন্তু এর কিছুক্ষণ পরই পুলিশ উধাও হয়ে গেছে। ফলে ফাঁকা পড়ে থাকে চেকপোস্ট। সরেজমিন দেখা গেছে, নগরীর জিইসি মোড়ের উভয় দিকেই পুলিশের চেকপোস্ট লেখা ব্লকগুলো রাস্তার ওপর দন্ডায়মান রয়েছে। দু’দিকে চলমান এ সড়কে একই চিত্র দেখা গেছে নির্দিষ্ট জায়গায়। নগরীর ওয়াসা মোড়, আলমাস সিনেমা প্যালেস, কাজির দেউড়ি মোড়, ইস্পাহানি মোড়, রেডিসন ব্লুর সামনে, টাইগার পাস মোড়, স্টেডিয়াম সংলগ্ন নেভাল একাডেমির মোড়সহ কমপক্ষে ১০-১২টি মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল না। শুধু সাইন বোর্ড সাঁটিয়ে দিয়ে চলে গেছে ট্রাফিক বিভাগ। ট্রাক থেকে শুরু করে সিএনজি ট্যাক্সি পর্যন্ত সব ধরনের পরিবহন অবাধে চলাচল অব্যাহত ছিল। শুধু মিডিয়া কভারেজ পেতে ও সরকারকে দেখাতে এ ধরনের অভিযান পরিচালনা করেছে কিনা তা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে নগরজুড়ে। কারণ, সকালে কয়েক মিনিটের অভিযানের পরই ডিসি ট্রাফিক (উত্তর) মোঃ শহীদ উল্লাহসহ প্রায় অর্ধশত পুলিশ সদস্য এলাকা ছেড়ে যায়। তবে কাজির দেউড়ি মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন কনস্টেবল ও জিইসি মোড়ে কয়েক কনস্টেবল রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশ বক্সের সামনে বসেছিল। এদিকে, সরকারের পক্ষ থেকে সভা সমাবেশ নিষিদ্ধ করলেও খোদ সিএমপি কমিশনার বৃহস্পতিবার সকালে চান্দগাঁও থানা এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন মিডিয়া কর্মীদের নিয়ে।
×