ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই শতাধিক দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

প্রকাশিত: ০৬:২০, ২ এপ্রিল ২০২০

রাজধানীতে দুই শতাধিক দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক ॥ রাজধানীতে দিনমজুর শ্রেনীর ২০০টি পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম মিয়া। বৃহস্পতিবার রাজধানীর শাহজাদপুর ও গুলশান লিংক রোড এলাকায় তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন ও হাত ধোয়ার সাবান। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত টানা সাধারণ ছুটিতে দিনমজুর শ্রেনীর আয় কমে যাওয়ায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে নিজ উদ্যোগে দুস্থদের পাশে দাড়িয়েছেন বলে জানান নূর আলম। তিনি এনজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। নূর আলম বলেন,করোনা ভাইরাসের কারণে দিনমজুর শ্রেনী বেশি কষ্টে আছে। তারা স্বাভাবিক সময়ে কাজ করে খেলেও এখন তাদের কাজ বন্ধ। তিনি বলেন, তাই এখন আমাদের সবার উচিত এসব দুস্থ মানুষের পাশে দাড়ানো। তাই আমি কাজ করে যাচ্ছি। সকল সামর্থবানরা দুস্থ মানুষের জন্য এগিয়ে আসবেন বলেও আশা তার।
×