ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপর্যস্ত বলিউড

প্রকাশিত: ১১:৩০, ২ এপ্রিল ২০২০

বিপর্যস্ত বলিউড

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তার বিরাট বিপর্যয়ের সৃষ্টি করেছে। স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে বিনোদন শিল্পে। করোনা সংক্রমণের আশঙ্কায় দেশে দেশে সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছে। সিনেমার শূটিংও স্থগিত করা হয়েছে। চিত্র তারকারা করোনার ঝুঁকি থেকে রক্ষা পেতে নিজ ঘরে বন্দী করেছেন নিজেদের। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সবাই। তেমন পরিস্থিতিতে গত ১৬ মার্চ মুক্তি পেয়েছিল বলিউডি সিনেমা ‘এ্যাংরেজি মিডিয়াম’ অসুস্থতার কারণে বেশ অনেক দিন রুপালি পর্দায় অনুপস্থিত থাকার পর গুণী অভিনেতা ইরফান খান এ ছবির মাধ্যমে দর্শকদের সামনে ফিরেছিলেন। এ ছবিতে তার সঙ্গে কারিনা কাপুর খান, রাধিকা মদোনও ছিলেন। কয়েক বছর আগে ইরফান খান অভিনীত ‘হিন্দী মিডিয়াম’ ছবির স্পিন অব মুভি হিসেবে ‘এ্যাংরেজি’ মিডিয়াম দর্শকদের বিশেষভাবে কৌতূহলী করেছিল। কিন্তু এ ছবিটি মুক্তির সময় সবখানে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় সিনেমা হলমুখী হয়নি দর্শক। ফলে ‘এ্যাংরেজি মিডিয়াম’ বক্স অফিসে চরমভাবে ধরাশায়ী হয়েছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয়ের শিকার হয়েছে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া এ্যাকশন থ্রিলার সিনেমা ‘বাঘি থ্রি’। টাইগার ¯্রফ-শ্রদ্ধা কাপুর জুটির এ ছবিটি মুক্তির পর পর দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছিল। ব্যাপক দর্শক সমাগম হচ্ছিল সিনেমা হলগুলোতে। ধারণা করা হচ্ছিল, এ বছরের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় ঠাঁই পাবে ‘বাগি থ্রি’। কিন্তু করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার এ ছবির অগ্রযাত্রা মাঝপথে থামিয়ে দিয়েছে। ১০০ কোটি রুপির ঘরেও ঢুকতে পারেনি ছবিটি। যে কারণে ‘এ্যাংরেজি মিডিয়াম’ এবং ‘বাগি থ্রি’ ছবি দুটির প্রযোজনা সংস্থা ভবিষ্যতে আবার নতুন করে ছবিগুলো মুক্তি দেয়ার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে। করোনার ব্যাপক বিস্তারে সৃষ্ট বিপর্যয়ে ২০ মার্চ তারিখে নির্ধারিত ‘সন্দীপ আপউর পিংকি ফেরার’ ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। কবে এ ছবিটি মুক্তি পাবে তার কোন নিশ্চয়তা নেই। চরম আতঙ্ক এবং অনিশ্চয়তার কারণে এই মার্চে নির্ধারিত ‘সূর্যবংশী’ ছবিটির মুক্তি বাতিল করা হয়েছে। সুপারহিট নির্মাতা রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিটি তার কপ ইউনিভার্স সিরিজের সর্বশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছিল। ‘সিংহাম’, ‘সিংহাম রিটার্নস’, ‘সিম্বা’ ছবিগুলোর ধারাবাহিক একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের দুষ্টের দমনে সর্বাত্মক লড়াইয়ের গল্প নিয়ে আবর্তিত ‘সূর্যবংশী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছবিতে আবার অনেক দিন পর ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের এই সুপারস্টার অভিনেতা। আজকাল অক্ষয় কুমারকে বলিউডের সবচেয়ে সফল তারকা হিসেবে বিবেচনা করা হয়। কারণ গত কয়েক বছরে তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রায় প্রতিটি সিনেমাই বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের চমক দেখিয়েছে। ‘সূর্যবংশী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হওয়ার পর থেকেই অক্ষয় কুমার নানাভাবে মিডিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফলে এ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে অনেক আগ্রহ ছিল। চলতি বছরের অন্যতম আলোচিত আরেক সিনেমা ‘এইট্টি থ্রি’ মুক্তি পাওয়ার কথা আগামী এপ্রিলের ১০ তারিখে। ১৯৮৩ সালে বিখ্যাত ক্রিকেটার কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ ক্রিকেট ট্রফি জয়ের শ্বাসরুদ্ধ গল্প নিয়ে আবর্তিত এ ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের আরেক সফল তারকা রণবীর সিং। এ ছবিতে তার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছেন। জানা গেছে, দর্শকদের বহুল আকাক্সিক্ষত ‘এইট্টি থ্রি’ ছবিটিও মুক্তি পাচ্ছে না নির্ধারিত তারিখে। এ ছবির প্রযোজনা সংস্থা ছবির মুক্তি স্থগিত ঘোষণা করেছেন এর মধ্যেই। পরবর্তী সময়ের ছবিটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। আগামী কয়েক মাসে বলিউডের বেশ কিছু আলোচিত কাক্সিক্ষত নতুন সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। এর মধ্যে অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতারো’, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, ফাতিমা সানা শেখ, আদিত্য রাও কাপুর, সানিয়া মালহোত্রা অভিনীত ‘লুডো’, জাহ্নবি কাপুর অভিনীত ‘গুঞ্জন সাকোনা’, বরুন ধাওয়ান- সারা আলি খান জুটির প্রথম সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’ পরিনীতি চোপড়া অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’, অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্দ’, অক্ষয় কুমার-কিয়ারা আদভানি জুটির ‘লক্ষ্মী বম্ব’, সালমান খান অভিনীত ‘রাধে’ প্রভৃতি সিনেমা রয়েছে। বর্তমান সময়ে করোনা পরিস্থিতির চরম অবনতি সারা বিশ্বকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তেমন প্রেক্ষাপটে সিনেমা হল, বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সিনেমা হলগুলোতে দর্শক সমাগম হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বলিউডের মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর ভবিষ্যত অনেকটা অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে গেছে। ফলে বলিউডে মারাত্মক স্থবিরতা গ্রাস করেছে ইতোমধ্যে। এটা কবে কীভাবে কাটবে তা বলা যাচ্ছে না এখনই।
×