ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রয় খাতে জবাবদিহিতা চায় টিআইবি

প্রকাশিত: ১০:০৮, ২ এপ্রিল ২০২০

ক্রয় খাতে জবাবদিহিতা চায় টিআইবি

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সরকারী কার্যক্রমে কোন অনিয়ম সহ্য করা হবে নাÑ প্রধানমন্ত্রীর এই অঙ্গীকারের কঠোর প্রয়োগ ও ক্রয় খাতে জবাবদিহিতা চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে জরুরী প্রয়োজন সত্ত্বেও ক্রয় খাতে স্বচ্ছতা নিশ্চিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে গতিশীলতা আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বুধবার সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে কোন অবস্থাতেই যেন এসব কার্যক্রম কোন মহলের অতিরিক্ত মুনাফা ও অনৈতিকভাবে সম্পদ বিকাশের সুযোগে রূপান্তরিত না হয় সরকারকে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১ এপ্রিল ॥ বাংলাদেশ সেনাবাহিনী বুধবার টঙ্গী এরশাদ নগরের মজিদা সরকারী উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনীর ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই টিমের চিকিৎসকরা স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারাদেশে তাদের কর্মসূচী চালিয়ে যাবে। স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবা চালিয়ে নেয়া হবে বলে সেনা দল জনকণ্ঠকে জানিয়েছেন। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি সেনা দল করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখার করণীয় নিয়ে আলেচনা ও পরামর্শ দেবেন স্থানীয়দের।
×