ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাসপাতালে রোগীদের দেখতে না চাওয়া একেবারেই অমানবিক ॥ জিএম কাদের

প্রকাশিত: ১০:০৭, ২ এপ্রিল ২০২০

হাসপাতালে রোগীদের দেখতে না চাওয়া একেবারেই অমানবিক ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ¦র নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না। ঠা-াজনিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছেনা। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ¦রে আক্রান্ত রোগীদের কলে আসছেন না বা রোগীদের দেখতে চাচ্ছেন না এটা একেবারেই অমানবিক। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোন রোগীই যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিতে হবে। বুধবার জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ আদেলের ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণকালে দলের চেয়ারম্যান এ কথা বলেন। এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, সরকারীভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কিন্তু তারপরও অনেক জায়গায় অসহায় মানুষ ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটা পাচ্ছেননা। অনেকেই বেকার হয়ে পড়েছেন। তাদের অন্য কোন উপায় নেই। তাই বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টির পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় কিছুটা সহায়তা করা হচ্ছে। অসহায় মানুষদের সাধ্যমতো সহায়তা করতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের। ডেঙ্গু বাড়ায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ॥ এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন এবং সাধারণ সম্পাদক কিশোর রায় এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগরে মশার উপদ্রব ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, গত মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীও ঘরে ঘরে মশার উপদ্রবের বর্ণনা দিয়েছেন। তারা আরও বলেন, গতবছর ঢাকা দক্ষিণের বিদায়ী মেয়র ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন। এবারও মশক নিধনে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তাই জনমনে দেখা দিয়েছে ব্যাপক শঙ্কা। নেতৃদ্বয় মনে করেন করোনা প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জরুরী ভিত্তিতে এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে উত্তর ও দক্ষিণের উভয় মেয়রকে এগিয়ে আসতে হবে। বিবৃতিতে নেতৃদ্বয় ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র মহোদয়কে এগিয়ে এসে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
×