ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি অফিসে ত্রাণের জন্য চিরচেনা ভিড় আর নেই

নিম্নবিত্তদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী

প্রকাশিত: ১০:০৫, ২ এপ্রিল ২০২০

নিম্নবিত্তদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী

বাবু ইসলাম, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আমিনুলের বাড়িতে গ্রাম পুলিশ ১৫ কেজি চাল, ডাল, লবণ, তেল, সাবান ও আলুসহ একটি মাস্ক পৌঁছে দিয়েছে। একই গ্রামের চা দোকানি আব্দুস সামাদও ঘরে বসে গ্রাম পুলিশের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়েছে। এভাবেই করোনা সংক্রমণরোধে অঘোষিত লকডাউনে কাজ না থাকা নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। খাদ্য সামগ্রী পেয়ে নিম্নœ আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুশি হয়েছে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেসরকারী সংস্থা, সামাজিক সংগঠনের পরিচালকবৃন্দ নিম্নœ আয়ের বাছাই করা মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। গ্রাম পুলিশ ইউপি সদস্য সরাসরি রিক্সায় ভ্যানে খাদ্য সামগ্রী এনে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এটা খুবই সম্মানজনক। এই সময়টা সঙ্কটময়, জনপ্রতিনিধিরা এভাবে কাজ করলে জনগণ সম্মানিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা কেউ না খেয়ে থাকবে না। নিম্নœ আয়ের মানুষের প্রত্যেকের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে অনিয়ম দুর্নীতির বিষয়টিও মাঠ পর্যায়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলার সকল এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সকলেই সরকারের খাদ্য সামগ্রীর পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও সাধ্যমতো মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (কাজিপুর) যমুনা নদীর দুর্গম চরসহ ১৮ ইউনিয়নে তার ব্যক্তিগত তহবিল ও সরকারী বরাদ্দ থেকে ইতোমধ্যেই রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, ধোপা, নাপিত, চা দোকানিসহ নিম্নœ আয়ের ২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে।
×