ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুতিনের সঙ্গে বৈঠক করা চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ০৯:১৩, ২ এপ্রিল ২০২০

পুতিনের সঙ্গে বৈঠক করা চিকিৎসক করোনায় আক্রান্ত

রাশিয়ার মস্কোর প্রধান করোনাভাইরাস হাসপাতাল পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনকে সঙ্গ দেয়া চিকিৎসক নিজেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার কম্মুনারকা হাসপাতাল সফরে যান পুতিন। তখন চিকিৎসক ডেনিস প্রোটসেনকোর সঙ্গে তার আলাপ হয়েছিল। কথোপকথনের সময়ে দুজনের কারও শরীরে সুরক্ষাসামগ্রী পরা ছিল না। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। খবর ওয়েবসাইটের। ফেসবুকে ওই চিকিৎসক লিখেছেন- হ্যাঁ, করোনাভাইরাস পরীক্ষায় আমার পজিটিভ হয়েছে। কিন্তু আমি কিছুটা ভাল বোধ করছি। নিজ অফিসেই আমি আইসোলেশনে আছি। দরিদ্রদের সহায়তায় রাস্তার পাশে সবজি জড়ো করলেন গ্রামবাসী প্রাণঘাতী করোনার হানায় প্রতিদিনই ঝরছে বহু প্রাণ। তাই দেয়া হয়েছে লকডাউন। যাতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু খাবার নিয়ে অনেকে আছেন বিপাকে। কেউ আগে থেকে কিছু খাবার মজুদ করে রাখতে পেরেছিলেন, কেউ আবার সেই সুযোগ পাননি। কিন্তু যারা বাড়ি থেকে দূরে কোথাও আটকে পড়েছেন বা দিনমজুরির কাজ করেন, তাদের সমস্যা সব থেকে বেশি। যে যেমনভাবে পারছেন বিপদে পড়া এই মানুষদের সাহায্য করছেন। এই পরিস্থিতিতে এক আশার ছবি তুলে ধরলেন ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। প্রেমা সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, অরুণাচলের মহিলা কৃষক ও গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের জমির ফসল বিলি করছেন। এই ফসল এলাকার দিনমজুর ও বাইরে থেকে আসার শ্রমিকদের জন্য তুলে দিচ্ছেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী তার টুইটে চারটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ত্রিপল বিছিয়ে তার ওপর প্রচুর শাক-সবজি জড়ো করা হয়েছে। প্রেমার এই পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।-ওয়েবসাইট
×