ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী করোনা মহামারীর সতর্কতা মানছে না গির্জাগুলো

প্রকাশিত: ০৯:১৩, ২ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী করোনা মহামারীর সতর্কতা মানছে না গির্জাগুলো

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সতর্কবার্তা জারি করা সত্ত্বেও খ্রীস্টান গির্জাগুলোতে তা মানা হচ্ছে না। করোনাভাইরাস প্রতিরোধে যে দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়েছে গির্জাগুলো তা অনুসরণ করছে না। খবর ওয়েবসাইটের। ব্রিটিশ পত্রিকা দ্যা গার্ডিয়ান বলেছে, রাশিয়া রাজধানী মস্কো থেকে শুরু করে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও পর্যন্ত সব গির্জার প্রায় একই অবস্থা। এসব গির্জায় ভক্তরা যেমনি শারীরিক দূরত্ব বজায় রাখার সতর্কবার্তা মানছেন না, তেমনি মানছেন না করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় জারি করা অন্যান্য সর্তকবার্তা। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলার জন্য সারাবিশ্ব কার্যত লকডাউন হয়েছে গেছে এবং প্রায় ৩০০ কোটি মানুষ ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছেন। রবিবার রাশিয়ার বড় বড় গির্জাগুলোতে অর্থোডক্স খ্রীস্টানরা দলবদ্ধভাবে প্রার্থনা করেছেন এবং পাদ্রীরা এ বিষয়টির প্রতি সাফাই গেয়ে বলেছেন, তারা ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। রাশিয়ার অর্থোডক্স খ্রীস্টান নেতারা বলছেন, কোন শহরের মেয়র গির্জাগুলো বন্ধ করে দিতে পারেন না এবং যতক্ষণ পর্যন্ত না ক্রেমলিন থেকে নির্দেশনা আসবে তখন তারা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করে যাবেন। যুক্তরাষ্ট্রকে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই সহায়তার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ সময় তারা করোনাভাইরাসের পাশাপাশি তেলের বাজার নিয়েও কথা বলেন। এছাড়া নিজেদের জ্বালানিমন্ত্রীদেরও কথা বলার নির্দেশ দেন। খবর ইন্টারফ্যাক্স অনলাইনের পেসকভ বলেন, এই সহায়তার প্রস্তাব কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন ট্রাম্প। মঙ্গলবার সুরক্ষাসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি রুশ বিমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্রে এখন প্রায় দুই লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নতুন সংক্রমিত হন ১৬ হাজার। আর নতুন ৫০০ মৃত্যু নিয়ে সর্বমোট তিন হাজার ৬০০ আমেরিকানের মৃত্যু হয়েছে।
×