ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৪ দেশে মেডিক্যাল টিম পাঠিয়েছে কিউবা

প্রকাশিত: ০৯:১২, ২ এপ্রিল ২০২০

১৪ দেশে মেডিক্যাল টিম পাঠিয়েছে কিউবা

বিশ্বব্যাপী কোডিভ-১৯’র বিরুদ্ধে লড়াইয়ে কিউবা ১৪ দেশে ৫শ’ ৯৩ চিকিৎসা কর্মী পাঠিয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা বলেছে। খবর আলজাজিরা অনলাইনের। কিউবার প্রথম মেডিক্যাল টিম পাঠানো হয়। লোম্বার্ডি কর্তৃপক্ষের অনুরোধে ২১ মার্চ ইতালিতে। ইতালিতে লোম্বার্ডি হচ্ছে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত শহর। সম্প্রতি এ্যানডোরা, ভেনিজুয়েলা, নিকারাগুয়া, সুরিনাম, জ্যামাইকা, হাইতি ও দ্বীপরাষ্ট্র সেইন্ট ক্রিস্টোফার ও নেভিসে কিউবান মেডিক্যাল মিশন পাঠানো হয়েছে। কিউবার স্বাস্থ্যমন্ত্রী এ্যাঞ্জেল পোর্টাল মেরান্ডা ২৮ মার্চ টুইটে লিখেছেন, কিউবা অনেক বার এ ধরনের সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এতটা উদ্যোগ নেয়া হয়নি কখনও। গত সপ্তাহে প্রতিদিন প্রত্যুষে একটি করে হেনরি রিভ বিগেড কিউবা ছেড়েছে এবং এগুলোর সংখ্যা মোট ১১টি। কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, এ উদ্যোগের অংশ হিসাবে আরও তিনটি মেডিক্যাল মিশন পাঠানো হয়েছে এবং এগুলোতে রয়েছেন ১শ’ ৭৯ চিকিৎসক, ৩শ’ ৯৯ সেবিকা ও ১৫ স্বাস্থ্য প্রযুক্তিবিদ। এ চিকিৎসা কর্মীরা মন্ত্রণালয় পরিচালিত বিশেষ ইউনিট হেনরি রিভ ইমার্জেন্সি মেডিক্যাল কনটিনজেন্টের সদস্য। ১৯ শতকে প্রথম কিউবা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী জেনারেলের নাম অনুসারে কনটিনজেন্টের নামকরণ করা হয়েছে। প্রয়াত নেতা ফিডেল ক্যাস্ট্রো ২০০৫ সালে এটি গঠন করেন প্রাকৃতিক দুর্যোগ ও প্রাদুর্ভাবে দ্রুত চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতে, এ ইউনিট ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ২০১৫ সালের ইবোলা প্রাদুর্ভাবসহ বন্যা, ভূমিকম্প, হারিকেন ও মড়কের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২১টি দেশে ৩৫ লাখ মানুষকে সহযোগিতা দিয়েছে। কোভিড-১৯’র সংক্রমিত কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্রিটিশ ক্রুজ জাহাজকে ১৮ মার্চ কিউবার এক ডকে ঢোকার অনুমতি দেয়া হয়। এর আগে জাহাজটিকে ক্যারিবিয়ান দ্বীপে অন্য কয়েকটি দেশে ডকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। এরপর প্রায় ৬শ’ ৮০ জন যাত্রীকে হাভানা থেকে ভাড়া করা বিমানে যুক্তরাজ্যে পাঠিয়ে দেয়া হয়। কিউবায় এ পর্যন্ত ১শ’ ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এবং চারজন মারা গেছে। এদের মধ্যে অন্তত দুজন বিদেশি পর্যটক। অন্য অনেক দেশের মতো কিউবাতে বিদেশী পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বয়স্কদের ও পীড়িতদের বাসস্থানে অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু দেশটি অন্যান্য দেশের মতো দেশব্যাপী লকডাউন আরোপ করেনি। ক্যাস্ট্রো ক্ষমতা গ্রহণের এক বছর পর ১৯৬০ সালে চিলি ভূমিকম্পে বিধ্বস্ত হলে কিউবা দেশটিতে মেডিক্যাল টিম পাঠায়। এর তিন বছর পর নতুন স্বাধীনতাপ্রাপ্ত আলজাজিরায় স্বাস্থ্যসেবা সেক্টর গঠনে সহায়তার জন্য সেখানে চিকিৎসা কর্মীদের পাঠায় হাভানা। ভেনিজুয়েলায় হুগো শ্যাভেজ ক্ষমতায় আসার পর বলিভিয়ায় তার বিপ্লবে সহযোগিতার জন্য মেডিক্যাল স্টাফ ও প্রশিক্ষক পাঠানো শুরু করে দেশটি। হাভানা বিনিময়ে বাজারের চেয়ে কম মূল্যে ভেনিজুয়েলার তেল কেনা শুরু করে। ‘অয়েল ফর ডক্টর্স’ কর্মসূচীর প্রথম ১০ বছরে কিউবা থেকে প্রায় ৩০ হাজার মেডিক্যাল কর্র্ম পাঠানো হয়। কিউবা পরে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইকুয়েডর, কাতার ও অন্য কয়েকটি দেশে স্থায়ী মেডিক্যাল মিশন গঠন করে। দেশটি গত ৫০ বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ৪ লাখ ডাক্তার পাঠিয়েছে বিদেশে। কিন্তু কিউবার আন্তর্জাতিক উদ্যোগ সালোচনার সম্মুখীন হয়েছে। কিছু সংখ্যক মানবাধিকার গ্রুপ মেডিক্যাল কর্মীদের ওপর শোষণ চালানোর অভিযোগ এনেছে হাভানার বিরুদ্ধে। বিদেশে কিউবা মেডিক্যাল মিশনের সাবেক সদস্যরা অভিযোগ করেছেন যে, তাদের অনিরাপদ পরিবেশে কাজ করতে হয়েছে এবং তাদের গতিবিধির ওপর দৃষ্টি রেখেছেন সরকারী মানবিকতা সম্পন্ন ব্যক্তিরা।
×