ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় সাড়ে তিন হাজার বন্দীকে মুক্তি দেয়া হবে

প্রকাশিত: ০৯:১১, ২ এপ্রিল ২০২০

ক্যালিফোর্নিয়ায় সাড়ে তিন হাজার বন্দীকে মুক্তি দেয়া হবে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার কারাগার থেকে সহিংসতার অভিযোগ নেই এমন ৩ হাজার ৫শ’ বন্দীকে মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে। রাজ্য কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর সিএনএন অনলাইনের। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব কারেকশন এ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিআরসি) মঙ্গলবার বলেছে, যাদের সাজার মেয়াদ শেষ হতে ৩০ দিনেরও কম এবং এর পরে যাদের মেয়াদ ৬০ দিনের কম তাদের মুক্তি দেয়া হবে। যুুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের বিচারব্যবস্থা অনুযায়ী নিউজার্সি অঙ্গরাজ্য এবং আরও কিছু নগরীতে বন্দী মুক্তি দেয়া হবে। যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল বিল বার গত সপ্তাহে বলেছেন, করোনা মহামারীর কারণে কেন্দ্রীয় সরকার কিছু বন্দীর মুক্তি দেবে, এদের সংখ্যা ২ হাজারের মতো হবে। ক্যালিফোর্নিয়া কারেকশন এজেন্সির সেক্রেটারি রালফ দিরাজ এক বিবৃতিতে বলেছেন, ‘এই নতুন ব্যবস্থাকে আমরা হালকাভাবে নিচ্ছি না।’ আমাদের প্রধান লক্ষ্য সিডিসিআর স্টাফ ও বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা। চীনে গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের ১৮৪ দেশে এ পর্যন্ত ৭,৫৭,৯৪০ লোক আক্রান্ত এবং ৩৬,৬৭৪ জন মারা গেছেন। সূত্রমতে, ইউরোপে মারা গেছে ২৬,৫৪৩ জন। এর মধ্যে ইতালিতে ১১৫৯১, স্পেনে ৭৩৪০ এবং চীনে ৩৩০৪ জন। ফ্রান্সের হাসপাতালগুলোতে করোনায় মারা গেছে ৩০২৪ জন। এদিকে করোনা ঠেকাতে ইতালিতে ইস্টার পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হচ্ছে। জিম্বাবুইয়েতে তিন সপ্তাহের লকডাউন বাস্তবায়ন করতে রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। জর্জিয়ায় মঙ্গলবার থেকে দেশব্যাপী কোয়ারেন্টাইন এবং রাতের বেলা কারফিউ বলবত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক দূরত্ব রক্ষার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। এদিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস সুস্থ হয়েছেন। করোনার সামান্য উপসর্গ দেখা দেয়ার পর তিনি কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শরীরে করোনা ধরা না পড়লেও পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। কারণ, তার একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে করোনা মোকাবেলায় ব্যাপক ক্ষমতা দিতে দেশটির পার্লামেন্টে সোমবার একটি বিল পাস করেছে। কোভিড-১৯ মহামারী ঠেকাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় জাতিসংঘ ১ দশমিক ৫ ট্রিলিয়ন সহায়তার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ এয়ারলাইন্স ইজিজেট বলেছে, মহামারী করোনার কারণে তারা তাদের কোন বিমানকে আর উড়তে দেবে না।
×