ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ীরা পেল খাদ্য সহায়তা

প্রকাশিত: ০৮:১৯, ১ এপ্রিল ২০২০

বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ীরা পেল খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনা মোকাবেলায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখায় আজ বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারের ৩০জন ক্ষুদ্র ব্যবসায়ীকে খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাজারের ব্যবসায়ীরা। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। একইদিন নগরীর কর্মহীন পরিবারের বাসায় বাসায় গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তীসহ দলীয় নেতৃবৃন্দরা। অপরদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য নিজ হাতে লাল রং দিয়ে গোল চিহ্ন অঙ্কন করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন। এছাড়া প্রতিদিন ওই ইউনিয়নের হাট-বাজারগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে গৌরনদী উপজেলার বাটাজোর সহায়ক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার, সাবান, ডিটারজেন্ট পাউডার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সমিতির পরিচালক কামরুল আসাদ রনি, রিপন নন্দী, পঙ্কজ দাস, আলমগীর হোসেন, স্বপন দাসসহ অন্যান্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে তিন শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ শেষে বাটাজোর বন্দরে জীবানুনাশক স্প্রে করেন। একইদিন রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবলীগের উদ্যোগে কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
×