ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭:৪৬, ১ এপ্রিল ২০২০

আদমদীঘিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ আদমদীঘি উপজেলার ৭ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের তালসন মাঝিপাড়ায় বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। করোনা ভাইরাসে কর্মহীন দরীদ্র মানুষের খাদ্য সহায়তা দিতে আদমদীঘি উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর উদ্যোগে সমাজের বিত্তবানরা ব্যাপক সাড়া দিয়েছেন। বিত্তবানদের সহায়তায় প্রথম পর্যায়ে সংগ্রহ হয়েছে ৭০ হাজার কেজি চাল, ১৪হাজার কেজি আলু, ৭হাজার কেজি ডাল ও সাড়ে ৩হাজার কেজি তেল। তালিকাভুক্ত প্রতি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগে দাতা প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে টেনসিল দেওয়া হচ্ছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আমির হোসেন, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন প্রমূখ।
×