ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজং ও মিরকাদিমে বেঁদে পরিবারের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত: ০৭:০০, ১ এপ্রিল ২০২০

লৌহজং ও মিরকাদিমে বেঁদে পরিবারের মাঝে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ও মিরকাদিমের বেঁদে সম্প্রদায়ের ৬৭৯ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেসন। আয়োজন দু’টিতে প্রধান অতিথি পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বিপিএম। আজ বুধবার দুপুরে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও পরে মিরকাদিম বেদে পল্লীতে পারটেক্স গ্রুপের আর্থিক সহযোগিতায় উত্তরণ ফাউ-শনের বাস্তবায়নে ও জেলা পুলিশের আয়োজনে স্থানীয় বেঁদেদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম’র সভাপতিত্বে আয়োজনটিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জিহাদ উল কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জায়েদুল আলমের পিপিএম (বার)। এছাড়াও মিরকাদিম পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহিন, স্থানীয় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সকারী পুলিশ সুপারসহ পুলিশের কর্মকর্তা এবং বিশিষ্ট অভিনেত্রী মোমেনা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও পারটেক্স গ্রুপের পিআরও এই আয়োজনে অংশ নেন। পরে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা, কনকসার ও খড়িয়া বেদে পল্লীর ৫৫০টি পরিবারের এবং পরবর্তীতে পৃথক আয়োজনে সদর উপজেলার মিরকাদিম বেদে পল্লীল ১২৯টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ উদ্বোধন করা হয়। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজের প্যাকেট তুলে দেয়া হয়। করোনা মোকাবিলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকার অংশ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
×