ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাফুফের প্রশংসা করলেন জয়

প্রকাশিত: ০১:২৮, ১ এপ্রিল ২০২০

বাফুফের প্রশংসা করলেন জয়

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। যারা একদিন কাজ করতে না পারলে আহার জোটে না, তারা পড়ে গেছে সবচেয়ে বেশি বিপদে। এসব অসহায় মানুষদের গত শুক্রবার দুপুর থেকে খাবার সরবরাহের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাফুফের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে জয় লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসঙ্গেই করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হব।’ এর আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এক বেলা ২০০ অসহায় মানুষকে খাবার বিতরণের ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
×