ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ থেকে কার্যকর হচ্ছে ঋণের এক অঙ্কের সুদহার

প্রকাশিত: ২৩:৪২, ১ এপ্রিল ২০২০

আজ থেকে কার্যকর হচ্ছে ঋণের এক অঙ্কের সুদহার

অনলাইন রিপোর্টার ॥ ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদহার আজ বুধবার থেকে হবে সর্বোচ্চ ৯ শতাংশ। ব্যাংকাররা জানিয়েছেন, ঋণের এক অঙ্কের সুদহার কার্যকরে তাদের সব ধরনের প্রস্তুতি আছে। গত ২৪ ফেব্রুয়ারি ৯ শতাংশ সুদ বেঁধে দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। এ ছাড়া ঋণটি খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ দণ্ডসুদ আরোপ করতে পারবে ব্যাংকগুলো। তবে আমানতের সুদহার নিয়ে কোনো সার্কুলার জারি করেনি বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নিজেদের মতো আমানতের সুদ অফারের সুযোগ পাবে। ঋণের এক অঙ্কের সুদ কার্যকরে ব্যাংকগুলোকে এরই মধ্যে আরো কিছু সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি রেপো রেট বেসিস ২৫ পয়েন্ট কমিয়ে ৫.৭৫ শতাংশ এবং নগদ জমা সংরক্ষণের হার (সিআরআর) দ্বি-সাপ্তাহিক গড় ও দৈনিক ভিত্তিতে ০.৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৫ শতাংশ ও সাড়ে ৪ শতাংশ করা হয়েছে। গত ২৪ মার্চ থেকে রেপোর নতুন রেট কার্যকর হয়েছে। আর সিআরআর কার্যকর হচ্ছে আজ।
×