ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লকডাউন শিথিল করছে আসাম

প্রকাশিত: ১২:৩৩, ১ এপ্রিল ২০২০

লকডাউন শিথিল করছে আসাম

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতজুড়ে চলা লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। সেখানকার শিলচরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়া সত্ত্বেও আগামী ১ এপ্রিল থেকে রাজ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সোমবার রাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়। ১ এপ্রিল থেকে রাজ্যের চাল ও আটার মিলগুলো উৎপাদন শুরু“ করবে। এছাড়া চা পাতা প্রক্রিয়াজাতও শুরু হবে। প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে করা যাবে সব ধরনের কৃষি ও খামারের কাজ।
×