ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া-প্যাসিফিক এভিয়েশন কনফারেন্সে বাংলাদেশের যোগদান

প্রকাশিত: ১২:৩২, ১ এপ্রিল ২০২০

এশিয়া-প্যাসিফিক এভিয়েশন কনফারেন্সে বাংলাদেশের যোগদান

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে বিমান খাতে বিরাজমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য আয়োজিত এক টেলি কনফারেন্সে মঙ্গলবার যোগ দিয়েছে বাংলাদেশ। এশিয়া ও প্যাসিফিকের ৩৩ দেশের বিমান কর্তৃপক্ষ এর আয়োজন করে। খবর বাসসর। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন। তিনি প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিমান পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে কথা বলেন। এশিয়া-প্যাসিফিক দেশগুলোর বিমান কর্তৃপক্ষের প্রধানগণ, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা আইএটিএ, ইএএসএ এবং আইএফএটিসিএ প্রতিনিধগণ এই ভার্চুয়াল কনফারেন্সে অংশ নেন। থাইল্যান্ড থেকে এই টেলি কনফারেন্সটি পরিচালনা করেন আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইসিএও) এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক অরুণ মিশ্র।
×