ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতজুড়ে লকডাউন ॥ নাজেহাল আটকে পড়া বাংলাদেশীরা

প্রকাশিত: ১২:২৯, ১ এপ্রিল ২০২০

ভারতজুড়ে লকডাউন ॥ নাজেহাল আটকে পড়া বাংলাদেশীরা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রভাবে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশী। নোভেল করোনাভাইরাস মোকাবেলায় ভারতজুড়ে লকডাউন ঘোষণা করায় দেশে ফিরতে পারছেন না তারা। অর্থ সঙ্কট, থাকার সমস্যা ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো আতঙ্কে রয়েছেন তারা। খবর বিডিনিউজের। আটকেপড়া বাংলাদেশীদের মধ্যে আছে সিরাজগঞ্জের কয়েকজন। তাদের পরিবারসূত্রে জানা গেছে, ৩ মার্চ সিরাজগঞ্জ থেকে একসঙ্গে ভারতে চিকিৎসা নিতে যান আট জন। তাদের মধ্যে সাইফুল ইসলাম খান পেশায় জেলা জজ আদালতের সেরেস্তাদার। বেশ কিছুদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ৩ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই শহরে যান। মোবাইল ফোনে সাইফুল ইসলাম খান বলেন, ‘বেশ কিছুদিন আগে আমার ব্রেন স্ট্রোক হয়, অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছি। এবারও ভারতের চেন্নাইয়ে এসেছি চিকিৎসার জন্য। বাংলাদেশে ফেরার জন্য টিকেট সংগ্রহ করলেও আবার সেটি বাতিল করতে হয়েছে। আমিরুল মুমিনিন নামে আরেকজন বলেন, ‘৩১ মার্চ আমার ভিসার মেয়াদ শেষ। অল্প দিনের থাকা এবং চিকিৎসার জন্য যে টাকা নিয়ে এসেছিলাম তাও ফুরিয়ে আসছে। এখানে সব মিলিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটছে আমাদের। আমরা খুব অসহায়ের মতো জীবনযাপন করছি।’
×