ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল হওয়ার সম্ভাবনা ক্ষীণ

প্রকাশিত: ১১:০০, ১ এপ্রিল ২০২০

আইপিএল হওয়ার সম্ভাবনা ক্ষীণ

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ এর কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনও স্থবির। জনজীবন যেখানে বিপর্যস্ত সেখানে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ ঝুঁকি আছে যে কোন পারস্পরিক সংস্পর্শ ও জনসমাগমেই। তাই এবার একে একেই বন্ধ হয়ে গেছে সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট। এখন বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় ও ক্রিকেটারদের জন্য আর্থিকভাবে বড় লাভের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) ধাক্কাটা লাগছে। ২৯ মার্চ থেকে মাঠে গড়ানোর কথা ছিল এবারের আইপিএল। কিন্তু করোনাভাইরাসের ছোবল ভারতেও পড়ার পর সব ধরনের ক্রিকেট স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ২১ দিনের লকডাউন চলছে ভারতে এবং ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে সব দেশের জন্য ভিসা প্রক্রিয়া। আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসলেও বিশ্বের সব দেশে যেভাবে করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে, তাতে করে এবারের আইপিএল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। করোনাভাইরাসের থাবায় এবারের আইপিএল পিছিয়ে দেয়া হয় অনির্দিষ্টকালের জন্য। ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী আশা করেছিলেন, কাটছাঁট করে হবে এবারের আইপিএল। কিন্তু এরপর দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলেও এ বিষয়ে কোন কথা বলারই সুযোগ হয়নি। বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘এই পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’ দেশটির সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় ভিসার ব্যাপারে চূডান্ত সিদ্ধান্ত নিলে বোর্ডও আইপিএল নিয়ে আনুষ্ঠনিক ঘোষণা দেবে। ১৫ এপ্রিল পর্যন্ত সব দেশের জন্য ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এর পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোন নিশ্চয়তা নেই। ভারতে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। আইপিএল এর সঙ্গে যুক্ত এক কর্তা বলেছেন, ‘এবার আইপিএল হবে না। আগামী বছর তা হবে। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না।’
×