ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিসিবিকে ধন্যবাদ দিলেন জাহানারা

অসহায়দের পাশে নারী ক্রিকেটাররাও

প্রকাশিত: ১১:০০, ১ এপ্রিল ২০২০

অসহায়দের পাশে নারী ক্রিকেটাররাও

স্পোর্টস রিপোর্টার ॥ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হকসহ জাতীয় পুরুষ দলের ক্রিকেটাররা এবং জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনাভাইরাসের প্রভাবে জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়েছে, তাতে দিনমজুররা পড়েছেন মহাবিপদে। এ বিপদে ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। এবার নারী ক্রিকেটাররাও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমই যেমন নিজ এলাকার ৫০ পরিবারকে সাহায্য করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বিসিবি যে নারী ক্রিকেটারদেরও আর্থিক সুবিধা দেয়ার ঘোষণা দেয়, তাতে বিসিবিকে ধন্যবাদ দেন জাহানারা। নিজ নিজ উদ্যোগে অসহায়, গরিবদের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা। পাশাপাশি বিত্তবানদের পাশে দাঁড়ানোর অনুরোধও করছেন। জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা মিরপুরে তার বর্তমান ঠিকানার আশাপাশের ৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করার প্রস্তুতিও ইতোমধ্যে সেরে ফেলেছেন। দুই একদিনের মধ্যে শুরু হবে বিতরণের কাজও। তিনি বলেছেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরিব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০ পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগাড় করেছি। আশা করি, দুই একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারব।’ জাতীয় পুরুষ দলের ক্রিকেটাররা সম্মিলিতভাবে সরকারী তহবিলে মাসিক বেতনের অর্ধেক দিয়েছেন। তাতে প্রায় ২৬ লাখ টাকা দেয়া হয়েছে। ২৭ ক্রিকেটার এ অর্থ দিয়েছেন। তহবিলের কথা আগে জানলে নিজেও শরিক হতেন উল্লেখ করে জাহানারা বলেন, ‘আমি জানতাম না, জাতীয় দলের ভাইয়ারা বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমরা জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করব।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরুষ ক্রিকেটারদের এককালীন আর্থিক সুবিধা দেয়ার ঘোষণা দেয়ার পর নারী ক্রিকেটারদের জন্যও সেই ঘোষণা দেয়। তাতে করে নারী ক্রিকেটাররা অত্যন্ত আনন্দিত হয়েছেন। বিসিবিকে এজন্য ধন্যবাদও দিয়েছেন জাহানারা। বলেছেন, ‘শুনলাম বিসিবি নারী ক্রিকেটারদের জন্য ২০ হাজার করে টাকা দিচ্ছে যেন এই মুহূর্তে সবাই করোনা প্রতিরোধে নিজেদের প্রস্তুত রাখতে পারে। এটি দারুণ বিষয়। আমি না, আমাদের গোটা নারী দলই খুব খুশি। অবশ্যই আমাদের অভিভাবক বিসিবির এজন্য ধন্যবাদ প্রাপ্য।’
×