ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসিদের উদারতাকে সাধুবাদ সাবেকদের

প্রকাশিত: ১০:৫৬, ১ এপ্রিল ২০২০

মেসিদের উদারতাকে সাধুবাদ সাবেকদের

জাহিদুল আলম জয় ॥ করোনাভাইরাসের কড়াল থাবায় কোটি কোটি টাকার আর্থিক সঙ্কটে পড়েছে বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো। যে কারণে বেশিরভাগ ক্লাবই খেলোয়াড়দের বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় আছে বার্সিলোনা, জুভেন্টাস, বেয়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, বেয়ার্ন মিউনিখ, পিএসজির মতো ক্লাব। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা মেসিদের ৭০ শতাংশ বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে খেলোয়াড়রা বিষয়টি না মানলেও পরে আর আপত্তি করেননি কাতালান ফুটবলাররা। মেসিদের এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়েছেন সাবেক ফুটবলাররা। মঙ্গলবার বার্সিলোনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, তারা ৭০ ভাগ বেতন ছেড়ে দিতে রাজি হয়েছেন। শুধু তাই নয়, ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা যেন পুরো বেতন পান, সেজন্য বাড়তি সাহায্যও করতে চান তারা। কিন্তু এই ঘোষণা আসতে কেন এত বিলম্ব হলো? কেনই বা দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি শুরুতে? মেসি জানিয়েছেন, মূলত ক্লাবকে কিভাবে সাহায্য করা যাবে, সেই উপায় খুঁজতেই দেরি হয়েছে তাদের। বিবৃতিতে মেসি বলেন, সবার আগে একটা জিনিস পরিষ্কার করতে চাই। আমরা সবসময়ই আমাদের বেতন কমানোর বিষয়টি নিয়ে ভেবেছি। কারণ আমরা ভাল করেই বুঝি, এটা একটা অন্যরকম পরিস্থিতি। ক্লাব যখনই চাইবে, আমরা খেলোয়াড়রা সাহায্য করতে প্রস্তুত। আর্জেন্টাইন তারকা বলেন, আমরা এতে বিস্মিত নই যে ক্লাবে এমন মানুষও আছেন, যারা আমাদের আতশি কাচের নিচে ফেলার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন বাড়তি এমন চাপ তৈরি করতে। যে কাজটা করতে হবে আমরা সবাই জানতাম। বর্তমান ফিফা সেরা তারকা বলেন, আমরা এতদিন পর্যন্ত কিছু বলিনি, কারণ আমাদের মূল অগ্রাধিকার ছিল ক্লাবকে সাহায্য করার উপায় খুঁজে বের করা। আমরা দেখতে চেয়েছিলাম, এই সময়টায় কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের দিক থেকে সময় এসেছে বলার যে, এই সঙ্কট চলাকালীন ৭০ ভাগ বেতন কেটে নেয়ার ব্যাপারে একমত হয়েছি। আমরা ক্লাবকে আরও সাহায্য করতে চাই, যাতে কর্মচারীদের পুরো ১০০ ভাগ বেতন দেয়া যায়। মেসিদের এমন উদারতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সার সাবেক তারকা ফুটবলাররা। যাদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক কার্লোস পুওল, জার্ভি হার্নান্দেজ ও স্যামুয়েল ইতো। এছাড়া ক্লাবের পক্ষ থেকেও খেলোয়াড়দের এই ভূমিকার সাধুবাদ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পুওল লিখেন, আমি গর্বিত, তোমরা মহান। জাভি লিখেন, তোমরা সবাই গ্রেট! শুভেচ্ছা! এমন উদাহরণ সবসময় রাখো। ইতো লিখেছেন, কি দুর্দান্ত, লিও। পুরো দলটাই অসাধারণ। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পুরো স্পেন এখন লকডাউন করা হয়েছে। ফলে আয় বন্ধ হয়ে গেছে সব ক্লাবের। এ অবস্থায় বিপুল পরিমাণ অর্থ গচ্চা দিতে হচ্ছে বার্সাকে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর আর্থিক লোকসান হবে কাতালানদের। কঠিন এই পরিস্থিতিকে ক্লাবকে বাঁচাতেই এই মহতী প্রচেষ্টা মেসিদের।
×