ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশের টেলিকনফারেন্স

করোনা তাণ্ডবে এভিয়েশন সেক্টরের বিপর্যয় নিয়ে আলোচনা

প্রকাশিত: ১০:৪৫, ১ এপ্রিল ২০২০

করোনা তাণ্ডবে এভিয়েশন সেক্টরের বিপর্যয় নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস প্রতিরোধে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর গৃহীত পদক্ষেপ নিয়ে টেলিকনফারেন্স করেছে সিভিল এভিয়েশন। এতে অংশগ্রহণকারী ৩৩ দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। আইকাও-এর রিজিওনাল অফিস থাইল্যান্ড থেকে অশোক শর্মা এই কনফারেন্সের সমন্বয় করেন। কোভিড-১৯ ইনফরমেশন শেয়ারিং শীর্ষক এই কনফারেন্সের প্রত্যেকটি দেশই করোনা সম্পর্কিত তথ্যবিনিময় করে। মঙ্গলবার ঢাকায় সিভিল এভিয়েশনের সদর দফতরে তিন ঘণ্টাব্যাপী টেলিকনফারেন্স অংশ নেন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এতে করোনা সম্পর্কে প্রত্যেকটি দেশের প্রতিনিধি ৩/৪ মিনিট করে নিজ নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন। জানা গেছে, দুনিয়াব্যাপী করোনা তাণ্ডবে এভিয়েশন সেক্টরের বর্তমান বিপর্যয় এবং তা মোকাবেলা করার কৌশল নিয়েও আলোচনা করা হয়। অংশগগ্রহণকারী দেশগুলোর মধ্যে কার কতটুকু বিপর্যয় ও আর্থিক ক্ষতি হয়েছে সেটার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হয়। বিশেষ করে এসব দেশের এভিয়েশন খাতে করোনার প্রভাব, বিমান চলাচল নীতিমালা, বিধিবিধান ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে প্রত্যেক দেশের সিভিল এভিয়েশনের প্রধানগণ এতে বক্তব্য রাখেন। সভায় নিজ নিজ দেশের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি কন্টিজেন্সি প্ল্যান ও নিরাপদ আকাশ চলাচল নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তথ্যবিনিময় করা হয়। কনফারেন্সে চীন, ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ৩৩টি দেশ ও তিনটি সংস্থা আইএটিএ, ইএএসএ, ইএফএটিসিএ করোনার সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে ব্যাখা করে। বাংলাদেশের পক্ষে এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান বর্তমান সরকার করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন। বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র তার দেশের এভিয়েশন খাতের হাজার মিলিয়ন ডলারের ক্ষতি সম্পর্কে তথ্য প্রকাশ করে। তবে প্রত্যেকটি দেশের পক্ষ থেকেই করোনা তা-বের এভিয়েশন খাতে নজিরবিহীন বিপর্যয়ের কথা তুলে ধরা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও শত প্রতিকূলতা সত্ত্বেও কিভাবে করোনা প্রতিরোধে বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে, কিভাবে উড়োজাহাজের যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে সেটা বর্ণনা দেয়া হয়। আইকাও- গাইড লাইন মেনেই আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার বিষয়টি তুলে ধরেন এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরবর্তী টেলিকনফারেন্সে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার কৌশল সম্পর্কে আলোচনা করার বিষয়ে সবাই একমত হলেও নিজ নিজ দেশের সরকারকেই এ বিষয়ে মূল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন একটি দেশের প্রতিনিধি।
×