ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হার মানলেন এ্যালান মেরিল

প্রকাশিত: ০৮:৫৯, ১ এপ্রিল ২০২০

হার মানলেন এ্যালান মেরিল

করোনার কাছে হার মানলেন রক এ্যান্ড খ্যাত গায়ক এ্যালান মেরিল। সোমবার ৬৯ বছর বয়সে নিউইয়র্কে তিনি পরলোকগমন করেন। এ্যালানের মেয়ে লরা মেরিল এ তথ্য জানিয়েছেন। জনপ্রিয় গান ‘আই লাভ রক এ্যান্ড রোল’ এর গীতিকার এ্যালান মেরিল। ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। মার্কিন নাগরিক এ্যালান ব্রিটিশ ব্যান্ড ‘দ্য এ্যারোসের’ও গীতকার ও ভোকাল ছিলেন। ব্যান্ডটি ১৯৭৪ থেকে ১৯৭৭ সক্রিয় ছিল। এই ব্যান্ডে থাকার সময়ই তিনি ও আরেকজন মিলে রক এ্যান্ড রোল গানটি লেখেন। -সিএনএন আইসোলেশনে নেতানিয়াহু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আইসোলেশনে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার উপদেষ্টা রিভকা পালুচ সোমবার বলেন, করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন নেতানিয়াহু। এ জন্য সাময়িক আইসোলেশনে গেছেন তিনি। রিভকা পালুচ আরও বলেন, গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে তার আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু আইসোলেশনে থাকবেন। -বিবিসি
×