ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী বছর ভ্যাকসিন আনছে জনসন এ্যান্ড জনসন

প্রকাশিত: ০৮:৫৯, ১ এপ্রিল ২০২০

আগামী বছর ভ্যাকসিন আনছে জনসন এ্যান্ড জনসন

আগামী বছরের শুরুতেই বাজারে করোনার ভ্যাকসিন আনার পরিকল্পনা করছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন এ্যান্ড জনসন। সিএনএন জানিয়েছে, এই পরিকল্পনাকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর নাগাদ করোনাভাইরাসের জন্য তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের চিন্তা করছে তারা। সোমবার জনসন এ্যান্ড জনসনের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। খবর ওয়েবসাইটের। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসন এ্যান্ড জনসনের দাবি অনুযায়ী তারা জানুয়ারি মাস থেকেই ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবপরিষেবা বিভাগের বায়োমেডিক্যাল এ্যাডভান্স রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (বিএআরডিএ) সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। এক্ষেত্রে গবেষণা ও পরীক্ষার জন্য তহবিল জোগাতে ১০০ কোটি মার্কিন ডলার সরবরাহ করা হচ্ছে। করোনার সর্বশেষ পরিস্থিতি চীনে গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের ১৮৪টি দেশে এ পর্যন্ত ৭৫৭৯৪০ জন লোক আক্রান্ত এবং ৩৬৬৭৪ জন মারা গেছেন। ইউরোপে মারা গেছে ২৬৫৪৩ জন। এর মধ্যে ইতালিতে ১১৫৯১, স্পেনে ৭৩৪০ এবং চীনে ৩৩০৪ জন। ফ্রান্সের হাসপাতালগুলোতে করোনায় মারা গেছে ৩০২৪ জন। এদিকে করোনা ঠেকাতে ইতালিতে ইস্টার পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হচ্ছে। জিম্বাবুয়েতে তিন সপ্তাহের লকডাউন বাস্তবায়ন করতে রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। জর্জিয়ায় মঙ্গলবার থেকে দেশব্যাপী কোয়ারেন্টাইন এবং রাতের বেলা কারফিউ বলবত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক দূরত্ব রক্ষার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। এদিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস সুস্থ হয়েছেন। করোনার সামান্য উপসর্গ দেখা দেয়ার পর তিনি কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র শরীরে করোনা ধরা না পড়লেও পূর্ব সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। -এএফপি
×