ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-কোঁতে ফোনালাপ

ইতালিকে চিকিৎসা সামগ্রী দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:৫৮, ১ এপ্রিল ২০২০

ইতালিকে চিকিৎসা সামগ্রী দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রথমে ইতালিতে এবং পরে ফ্রান্স ও স্পেনে চিকিৎসা সামগ্রী পাঠাবে। ট্রাম্প তার প্রতিদিনের ব্রিফিংকালে সোমবার বলেন, যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট চিকিৎসা সামগ্রী এসব দেশে পাঠাবে। তবে তিনি উল্লেখ করে বলেন, এসব চিকিৎসা সামগ্রীর বড় অংশ ইতালির জন্য পাঠানো হবে। কেননা, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তিনি বলেন, আমরা ইতালিতে প্রায় ১০ কোটি ডলারের চিকিৎসা সামগ্রী পাঠাতে যাচ্ছি। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী গুইসপে কোঁতে সোমবার টেলিফোনে কথা বলেছেন। -এএফপি পাকিস্তানে তবলীগের ৩৬ জন করোনা আক্রান্ত পাকিস্তানের হায়দ্রাবাদে তবলীগ জামাতের ৩৬ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির সিন্ধু প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে। আক্রান্তরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছে তারা, জানিয়েছে ডন। এ নিয়ে হায়দ্রাবাদ শহরে কোভিড-১৯ আক্রান্ত মোট ৪৩ জন শনাক্ত হলো বলে সিন্ধুর স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয়ের গণমাধ্যম সমন্বয়ক মীরন ইউসুফ জানিয়েছেন। ইউসুফ জানান, সিন্ধুতে করাচির পর তবলীগ জামাতের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র নূর মসজিদ থেকেই এ ৩৬ জনের খোঁজ মিলেছে। মসজিদটিতে আসা একটি দলের চীনা বংশোদ্ভূত ১৯ বছর বয়সী একজনের শরীরে শুক্রবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রাথমিকভাবে মসজিদটিতেই তবলীগ জামাতের শ’দুয়েক সদস্যকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। এরপর কর্তৃপক্ষ মসজিদটিতে থাকা সবার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠায়। স্থানীয় পুলিশের উপমহাপরিদর্শক নাইম শেখ জানান, হায়দ্রাবাদ রেঞ্জে তবলীগ জামাতের মোট ৮৩০ জন সদস্যের মধ্যে ২৩৪ জন নূর মসজিদ কেন্দ্রিক। -এক্সপ্রেস ট্রিবিউন
×