ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের মাঝে অর্থ ও খাদ সামগ্রী বিতরণ ফুটবলার রানার

প্রকাশিত: ০৮:১০, ৩১ মার্চ ২০২০

প্রতিবন্ধীদের মাঝে অর্থ ও খাদ সামগ্রী বিতরণ ফুটবলার রানার

স্পোর্টস রিপোর্টার ॥ কোভিড-১৯ সংক্রামক মরণব্যাধি করোনা সারা বিশ্বের মতো বাংলাদেশেও কালো বিষের থাবা বসিয়েছে। শ্যামনগর উপজেলায় আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পালন করতে বলা হয়েছে। সেই সঙ্গে ঢাকা থেকে আসা ব্যক্তিদের ও নিজ নিজ পরিবারের সাথে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করোনা সতর্কবার্তা ও জনগণ যাতে জনসমাগম এড়িয়ে চলে, সেন্য সবাই একযোগে কাজ করে যাচ্ছে। করোনা আপদ চলাকালীন সময়ে গৃহবন্দী মানুষ ও প্রতিবন্ধীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শ্যামনগরে কৃতী সন্তান, বসুন্ধরা কিংস দলের মাঠ কাঁপানো ফুটবলার আলমগীর কবীর রানা। বর্তমানে করোনা সংকটে প্রতিবন্ধীদের অপ্রকাশিত বেদনা ও প্রয়োজন মেটাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া মাক্স, হ্যান্ডগ্লোভসও খাদ্য বিতরণ করেন রানা। রানার এমন উদারতাপূর্ণ কার্যক্রমে তাকে কৃতজ্ঞতা জানিয়েছে শ্যামনগরের সূশীল সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
×