ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে গার্মেন্টসে আগুন ॥ শ্রমিক গ্রেফতার

প্রকাশিত: ১২:৩২, ৩১ মার্চ ২০২০

না’গঞ্জে গার্মেন্টসে আগুন ॥ শ্রমিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে ১০ দিনের ছুটি ঘোষণা দিলেও নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকদের ‘ছুটি না দেয়ায়’ ওই কারখানায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে এক শ্রমিকের বিরুদ্ধে। পরে মালিকপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শ্রমিক মাহফুজুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় নিট কনসার্ন গ্রুপের একটি পোশাক কারখানায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পোশাক কারখানার কাটিং ম্যানেজার আনসার আলী সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে শ্রমিক মাহফুজুর রহমানকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক রাত সাড়ে ৮টায় বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত শ্রমিককে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ মার্চ পর পর দুইদিন নিট কনসার্ন গ্রুপের ওই কারখানায় ৯ম তলা ফ্লোরের ফেব্রিক্স গুদামে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ১০ টন কাপড় পুড়ে যায়। এদিকে ঘটনার সূত্র ধরে কোম্পানির সিসি টিভির ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ দেখতে পান অগ্নিকা-ের কিছুক্ষণ পূর্বে আসামি মাহফুজুর রহমান ঘটনাস্থলের দিকে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাহফুজুর রহমান পুলিশের কাছে স্বীকার করে যে, কারখানা থেকে ছুটি চাওয়ার পর ছুটি না দেয়ায় মজার ছলে অজ্ঞাতনামা ৪-৫ আসামির যোগসাজশে এ অগ্নিকা-ের ঘটনা ঘটায়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওই পোশাক কারখানার এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
×