ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোসলেহ্ উদ্দিন (শুভ)

দ্বাদশ শ্রেণির ইংরেজি

প্রকাশিত: ১১:২১, ৩১ মার্চ ২০২০

দ্বাদশ শ্রেণির ইংরেজি

বিএ (অনার্স) এম এ (ইংরেজি) সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ, কেরানীগঞ্জ মোবাইলঃ ০১৮৫৩-১১১-৩০০ E-mail: [email protected] প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব Question no # 6, Transformation নিয়ে। বিগত Series এ আমি আলোচনা করেছিলাম Correct from of verbs নিয়ে। Transformation এ correct from of verbs এর ব্যবহার অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে নইলে বাক্যটি ভুল থেকে যাবার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে complex Sentence এর দুই অংশে অনেক ক্ষেত্রে একই রকম Tense ব্যবহার করতে হবে। আমি ধারাবাহিকভাবে Transformation এর কিছু নিয়ম সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আশারাখি এ Series টি তোমরা যত্নে সংরক্ষন করবে। কারন আমরা যখন Practice set গুলো দিব তখন solve করার জন্য নিয়ম গুলোতে আবার চোখ মেলাতে হতে পারে। Positive to Comparative Degree Rule: (i) Adjective- কে Comparative করতে হবে। (ii) Positive এ Adjective এর আগে ও পরে যে As….as বা So….as থাকে তা বাদ দিতে হবে। (iii) অর্থের পরিবর্তন যাতে না হয় সে জন্য Verb এর পরে not বসাতে হয়। (iv) Comparative Degree I c‡i Than e‡m| Positive : Salina was as beautiful as Sabina. Comparative: Sabina was not more beautiful than Salina Positive : Dalim is as wise as Sohel. Comparative: Sohel is not wiser than Dalim. Positive Degree to Superlative Degree Rule: (i) Subject †K Object Ges Object †K Subject Ki‡Z n‡e| (ii) Suparlative Degree i c~‡e© The emv‡Z n‡e| (iii) Adjective Gi Suparlative from nq| (iv) Adjective Gi c~‡e© I c‡i as………as, so……..as D‡V hvq| (v) No other I Very few D‡V hv‡e| Positive: No other metal is as useful as iron. Superlative: Iron is the most useful metal. Positive: Very few metals are as precious as gold. Superlative: Gold is one of the most precious metals. Positive: No other man in the village is as old as Baser Bepari. Superlative: Baser Bepari is the oldest man in the village. Positive : No other city in Bangladesh is as big as Dhaka. Superlative : Dhaka is the biggest city in Bangladesh.
×