ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ ফজলুর রহিম রিমন

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ১১:১০, ৩১ মার্চ ২০২০

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রভাষক হিসাববিজ্ঞান হলিফ্লাওয়ার মডেল কলেজ ঝিগাতলা, ঢাকা। ইমেইল- [email protected] শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইল, আজ তোমাদের জন্য থাকছে রেওয়ামিল হতে একটি অংক ও তার সমাধান। মি.তাহসিন এন্ড কোং এর ৩১শে ডিসেম্বর ২০১৬ সালের খতিয়ানের উদ্ধৃত্ত সমূহ নিন্মরূপঃ দেনাদার ২০,০০০ টাকা, পাওনাদার ৩০,০০০টাকা, দালানকোঠা ৭০,০০০ টাকা, সাধারন সঞ্চিতি ১০,০০০ টাকা, নগদ তহবিল ১৮,৬০০টাকা, উত্তোলন ৩৫,০০০ টাকা, মূলধন ১,০০,০০০ টাকা, মজুদপন্য (১.১.১৬) ৩০,০০০ টাকা, ক্রয় ৮৪,০০০ টাকা, বিক্রয় ১,৫৪,০০০ টাকা, দালানের মেরামত ২৬০০ টাকা, জাহাজভাড়া ৪০০০ টাকা, শুল্ক ১০০০ টাকা, ডকচার্জ ১৭০০ টাকা, বেতন ও মজুরি ১৮,০০০ টাকা, সাধারন খরচ ৫,০০০ টাকা, ব্যাংকজমা (ক্রে) ১০,০০০ টাকা, বীমা প্রিমিয়াম ১৫০০ টাকা, কু-ঋণ ৩০০০ টাকা, কুঋণ সঞ্চিতি ২৫০০ টাকা, বিজ্ঞাপন ৫৫০০ টাকা, শিক্ষানবীস ভাতা ৩৬০০ টাকা, হাতে নগদ (১.১.১৬)২০,০০০ টাকা, মূলধনের সুদ ১০,০০০ টাকা, উত্তোলনের সুদ ৪০০০ টাকা, ভ্রমণ খরচ ৩০০০টাকা, উপভাড়া ১১,০০০টাকা, আয়কর ৫,০০০ টাকা, সমাপনী মজুদ পন্য ৫০,০০০ টাকা। ক) যে হিসাবসমূহ রেওয়ামিলে আসবেনা তার পরিমান নির্ণয় কর। খ) সমাপ্ত বছরের রেওয়ামিলটি তৈরি কর। গ) মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
×