ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ১০:৫৯, ৩১ মার্চ ২০২০

তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ করোনার বিস্তার রোধে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে শুরু থেকেই বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য বিভিন্ন প্লাটফর্মে নিরলসভাবে কাজ করে চলেছে। করোনার বিস্তাররোধে সারাদেশে লক্ষ কোটি মানুষের সঙ্গে পুলিশের ইন্টারএ্যাকশন বা সাক্ষাত হচ্ছে প্রতিদিন। এর মধ্যে গুটিকয়েক ঘটনা বা ইন্টারএ্যাকশনের সময় পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনাকাক্সিক্ষত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। এই বিষয়গুলো নিউজ মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোন উপায়ে পুলিশ সদর দফতরের দৃষ্টিতে আসা মাত্রই মাঠ পর্যায়ে ইউনিট কমান্ডারদের তাৎক্ষণিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এআইজি (মিডিয়া এ্যান্ড পিআর) মোঃ সোহেল রানা জানান, ইন্সপেক্টর জেনারেল ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় এবং মোবাইল ফোনে অপারেশনাল সকল কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। অপারেশনাল ইউনিট কমান্ডারগণও মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদের একইভাবে নির্দেশনা দিয়েছেন। এর ফলে একই ধরনের ঘটনার আর কোন পুনরাবৃত্তি হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টিতে পড়েনি কিংবা জনপ্রিয় ও নির্ভরযোগ্য কোন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় এমন কোন সংবাদ আমাদের চোখে পড়েনি।
×