ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন মানে না

প্রকাশিত: ১০:৫৮, ৩১ মার্চ ২০২০

মন মানে না

করোনার বিরুদ্ধে সারাবিশ্ব¦ আজ যুদ্ধক্ষেত্রে পরিণত। আর সেই লড়াইয়ের সৈনিকরা সাধারণ মানুষের থেকেও সঙ্কটময় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। কখনও তাদের বাড়িওয়ালা ঘর থেকে বের করে দেয়ার কথা বলছেন। কখনও আবার বাড়িই ফিরতে পারছেন না দিনের পর দিন। কেউ আবার বাড়ি ফিরলেও সন্তান ও পরিবারের কাছে যেতে পারছেন না তাদের সুরক্ষার জন্যই। পরিস্থিতি এতটাই কষ্টকর যে সামলে ওঠা যাচ্ছে না। শিভন নামে এক টুইটার ইউজার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এক সৌদি চিকিৎসক বাড়ি ফিরে তার সন্তানকে থামাচ্ছেন যাতে সে আলিঙ্গন না করে ফেলে। সেই সঙ্গে ছেলেকে বলছেন, দূরে থাকতে। তারপরই তিনি নিজেই কান্নায় ভেঙ্গে পড়ছেন। ওই চিকিৎসক হাসপাতালের পোশাকেই বাড়িতে ফিরেছেন। গলার কাছে নামানো সার্জিক্যাল মাস্ক। আর বাবাকে দেখতে পেয়েই দুই হাত তুলে ছেলে তাকে জড়িয়ে ধরতে ছুটে যাচ্ছে। সেটাই ছেলেটির প্রতিদিনের অভ্যাস। বাবা বাড়ি ফিরলেই জড়িয়ে ধরে ও কোলে উঠে পড়ে। বাবা-ছেলে দুজনেই অভ্যস্ত প্রতিদিনের ওই ভালবাসায়। তবে এখন তিনি সামনে দাঁড়িয়ে করোনার সঙ্গে লড়াই করছেন। তার বিপদ যেমন রয়েছে, তার থেকে যাতে সন্তানের কাছে তা কোনভাবেই না ছড়িয়ে পড়ে সেই বিপদ। সে ব্যাপারেও তাকে সচেতন থাকতে হচ্ছে। -আরব নিউজ
×