ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন আসছে শত শত বাংলাদেশী

প্রকাশিত: ১০:৫৭, ৩১ মার্চ ২০২০

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন আসছে শত শত বাংলাদেশী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউনের মধ্যে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতশত বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর আসা অব্যাহত রয়েছে। গত ১৫ দিনে এই বন্দর দিয়ে এসেছে চার হাজার ৭৯ জন। এরা সবাই চলে গেছে জেলাসহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে ভারত থেকে আসা এসব যাত্রীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তালিকা পাঠানো হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ইতোমধ্যে জেলায় বিদেশ ফেরত আট হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদিকে প্রতিদিন শতশত পাসপোর্টধারী বাংলাদেশী সরাসরি গ্রামে চলে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও করোনা আতঙ্ক বাড়ছে। ভোমরা ইমিগ্রেশন সূত্র জানায়, সোমবার এই বন্দর দিয়ে মোট ৮৯ পাসপোর্টধারী বাংলাদেশী ভারত থেকে বাংলাদেশে এসেছে। রবিবার আসে ১২৭ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। আর গত শনিবার প্রবেশ করেছে ১০৪ বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী। আর গত ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে আসা ৪১শ’ পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছে। সাতক্ষীরার ভোমরা ইমগ্রেশন ওসি বিশ্বজিৎ সরকার জানান, ভারত থেকে বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করলেও বাংলাদেশে থাকা ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না। ভারতে লকডাউনের কারণে সে দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয়দের তাদের দেশে ঢুকতে দিচ্ছে না। তবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই জেলার প্রতিটি থানায় আগতদের তালিকা পাঠানো হচ্ছে।
×